ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে ৩৭ ভাগ লেনদেন কমেছে

প্রকাশিত: ০৬:৩৬, ২২ জানুয়ারি ২০১৬

পুঁজিবাজারে ৩৭ ভাগ লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন শেষ হয়েছে সূচকের পতনে। বেশিরভাগ কোম্পানির মূল্য সংশোধনের দিনে বিনিয়োগকারীদের আগ্রহও কমেছে, যার কারণে দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণও। শুধু তাই নয়, একই দিনে প্রধান বাজারে লেনদেন কমেছে প্রায় ৩৭ ভাগ। বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণেই বাজারে লেনদেন কমেছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে ৪১৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২৫১ কোটি টাকা বা ৩৭ দশমিক ৫১ শতাংশ কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৬৬৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইতে লেনদেন শুরুর পরই বিনিয়োগকারীদের মাঝে শেয়ার বিক্রির প্রবণতা দেখা দেয়। সারাদিন সূচক ওঠানামার পর প্রধান মূল্যসূচক বা ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৬৫৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৫১ পয়েন্টে। ডিএসইর ওয়েবসাইটের তথ্যানুসারে ডিএসইতে দিনটিতে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় বলা হয়েছে, সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান পুঁজিবাজারে বিনিয়োগকারীদের দ্রুত মুনাফা তোলার প্রবণতার কারণে সার্বিক সূচকের পতন ঘটেছে। মূলত বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ার কারণেই সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১১ দশমিক ৬০ পয়েন্ট কমেছে। একই সঙ্গে লেনদেনও ৩৭ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪শ’ ২০ কোটি টাকার ঘরে। তবে বাজারে বস্ত্র খাতের কোম্পানিগুলো দ্বিতীয় দিনের মতো আধিপত্য ধরে রেখেছে। বৃহস্পতিবার খাতটির মোট ২০ দশমিক ৩০ শতাংশ লেনদেন হয়েছে। তবে খাতভিত্তিক দরবৃদ্ধিতে বিবিধ খাতটি দশমিক ০৬ শতাংশ এবং ব্যাংক খাতের দর বেড়েছে দশমিক ০২ শতাংশ। দিনটিতে বস্ত্র খাতের কোম্পানিগুলোর গড় দর কমেছে ১ শতাংশ। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, আইটিসি, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা, এমারেল্ড অয়েল, স্কয়ার ফার্মা, ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেড, ঢাকা ডাইং, বিডি থাই এবং সিটি ব্যাংক। এদিকে ঢাকার বাজারে সূচকের পতনের দিনে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সব ধরনের সূচকই কমেছে। দিনটিতে সিএসইতে ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৩৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এরমধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- রিজেন্ট টেক্সটাইল, অলটেক্স, আইটিসি, ইউনাইটেড এয়ার, ইউনাইটেড পাওয়ার, ম্যাকসন্স স্পিনিং, জিপিএইচ ইস্পাত, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড অয়েল এবং সিএ্যান্ডএ টেক্সটাইল।
×