ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় সাত টিভিকর্মী নিহত

প্রকাশিত: ০৬:৩১, ২২ জানুয়ারি ২০১৬

কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় সাত টিভিকর্মী নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়িবোমা হামলায় দেশটির জনপ্রিয় বেসরকারী টেলিভিশন চ্যানেল টোলো টিভির সাতকর্মী নিহত হয়েছে। টেলিভিশনকর্মীদের বহনকারী বাসটিকে লক্ষ্য করে বুধবার চালানো ওই গাড়িবোমা হামলায় আরও অন্তত ২০ জন আহত হয়। এদের মধ্যে পথচারীরাও রয়েছেন। খবর বিবিসির। এক টুইটার বার্তায় টোলো টিভি জানিয়েছে, দুর্ভাগ্যজনকভাবে এই সন্ত্রাসী হামলায় আমরা আমাদের সাত কর্মীকে হারিয়েছি। হামলার দায় তালেবান স্বীকার করেছে। গত বছর কুন্দুজ দখলমুক্ত করার জন্য লড়াই চলাকালে তালেবান জঙ্গীদের খুন, ধর্ষণ, অপহরণ এবং অন্যান্য নির্যাতনের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করার পর উগ্রপন্থী সংগঠনটি চ্যানেলটিকে হুমকি দিয়েছিল। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ওই শহরটি তালেবান গত অক্টোবরে দখল করেছিল। পরবর্তী সময়ে সরকারী বাহিনী তাদের হটিয়ে দেয়। কাজ শেষে টোলো ও এর মূল গণমাধ্যম সংস্থার কর্মীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়ার সময় কাবুলের কেন্দ্রস্থলে বাসটিতে হামলা চালানো হয়। টোলো টিভি আফগানিস্তানের প্রথম ২৪ ঘণ্টা সংবাদ প্রচারের চ্যানেল। এর পাশাপাশি চ্যানেলটির একটি নিউজ ওয়েবসাইটও রয়েছে। এ দুটিই আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় সংবাদ উৎস। এই হামলাকে ‘কাপুরুষ সন্ত্রাসীদের চালানো বর্বর হামলা’ মন্তব্য করে এর নিন্দা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তালেবান ২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কোন আফগান গণমাধ্যম সংস্থায় চালানো সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা এটি।
×