ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারতের হামলা প্রতিরোধে পরমাণু অস্ত্র মোতায়েন পাকিস্তানের

প্রকাশিত: ০৬:৩১, ২২ জানুয়ারি ২০১৬

ভারতের হামলা প্রতিরোধে পরমাণু অস্ত্র মোতায়েন পাকিস্তানের

ভারতের সামরিক ব্যবস্থা রোধে পরমাণু অস্ত্র মোতায়েন রেখেছে প্রতিবেশী দেশ পাকিস্তান। ধারণা করা হয় ১১০ থেকে ১৩০টি এরূপ অস্ত্রের মজুদ রয়েছে পাকিস্তানের। যুক্তরাষ্ট্রের এক কংগ্রেসনাল রিপোর্টে এ তথ্য জানানো হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার। রিপোর্টে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, ইসলামাবাদের ‘আক্রান্ত হলে পরমাণু অস্ত্র প্রয়োগ’ মতবাদের কারণে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে পরমাণু সংঘাতের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) সর্বশেষ এ রিপোর্টে বলা হয়, ‘পাকিস্তানের পারমাণু অস্ত্রভা-ারে আনুমানিক ১১০ থেকে ১৩০টি অস্ত্র রয়েছে। এ সংখ্যা আরও বেশি হতে পারে। পাকিস্তান নতুন ধরনের উৎক্ষেপণযানও মোতায়েন করছে।’ ১২৮ পৃষ্ঠার এ রিপোর্টে উল্লেখ করা হয়, ভারতের সামরিক ব্যবস্থা গ্রহণ নিবৃত্ত করাই পাকিস্তানের পরমাণু অস্ত্র মজুদের লক্ষ্য। কিন্তু ইসলামবাদের পরমাণু অস্ত্রভা-ারের সম্প্রসারণ, নতুন নতুন ধরনের পরমাণু অস্ত্র তৈরি এবং আক্রমণ ঠেকাতে পরমাণু অস্ত্র প্রয়োগ মতবাদ পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু সংঘাত বেধে যাওয়ার ঝুঁকি বাড়াবে বলে কোন কোন পর্যবেক্ষক উদ্বেগ ব্যক্ত করেছেন। ভারতও এর পরমাণু অস্ত্রভা-ার সম্প্রসারিত করে চলেছে। মার্কিন কংগ্রেসের স্বাধীন রিসার্চ উইং হচ্ছে সিআরএস। তাই সিআরএসের রিপোর্ট যুক্তরাষ্ট্র কংগ্রেসের মত হিসেবে বিবেচনা করা হয় না। সিআরএস রিপোর্টের লেখক পল কে কের এবং ম্যারি বেথ নিকিটিন বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের পরমাণু অস্ত্রভা-ারের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক আস্থা বাড়াতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।’ পর্যবেক্ষকদের আশঙ্কা দেশটিতে উগ্রপন্থীদের সরকার গঠন বা দেশটির পরমাণু কমপ্লেক্সের কর্মচারীদের মাধ্যমে পরমাণু উপকরণ বা প্রযুক্তি অন্যদের হাতে চলে যেতে পারে। ইউরোপীয় ইহুদীদের রাশিয়ায় চলে আসার প্রস্তাব পুতিনের ইউরোপে ইহুদী বিরোধী বিদ্বেষ ও ধর্মান্ধতা বৃদ্ধি পাওয়ায় ইহুদীদের রাশিয়ায় যাওয়া উচিত বলে বুধবার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন প্রস্তাব দিয়েছেন। তার দেশ ইহুদীদের সাদরে গ্রহণ করবে বলেও জানান তিনি। খবর ওয়াশিংটন পোস্টের। ইউরোপিয়ান ইহুদী কংগ্রেসের সদস্যদের সঙ্গে মঙ্গলবার ক্রেমলিনে বৈঠক করেন পুতিন। এই সংগঠনটির সদরদফতর ফ্রান্সের রাজধানী প্যারিসে। সংগঠনটির রুশ বংশোদ্ভূত প্রেসিডেন্ট মোসে কান্তোর পুতিনকে জানান যে, ইহুদী বিরোধী হামলা গত তিন বছরে ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে ইউরোপে। আর পশ্চিম ইউরোপের কিছু বড় শহরের রাস্তায় কতটা অনিরাপদ ইহুদীরা। জবাবে পুতিন বলেন, ইহুদীদের রাশিয়ায় আসা উচিত। তাদের গ্রহণ করতে প্রস্তুত আছি আমরা। তিনি আরও বলেন, তারা সোভিয়েত ইউনিয়ন ছেড়ে চলে গিয়েছিল। এখন তাদের রাশিয়ায় ফিরে আসা উচিত। ইউরোপজুড়ে উগ্র ডানপন্থী তৎপরতা এবং মুসলিম অভিবাসী ও শরণার্থীদের প্রবেশ বৃদ্ধি পাওয়ার ফলে মহাদেশটির ইহুদী সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে।
×