ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানে একদিনের শোক

বিশ্ববিদ্যালয়ে হামলাকারীরা চিহ্নিত ॥ আইএসপিআর

প্রকাশিত: ০৬:৩০, ২২ জানুয়ারি ২০১৬

বিশ্ববিদ্যালয়ে হামলাকারীরা চিহ্নিত ॥ আইএসপিআর

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) বিষয়ক ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আসিম বাজওয়া বুধবার বলেছেন, চারসাদ্দা শহরের বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলাকারী জঙ্গীদের চিহ্নিত করার কাজের অনেকখানি অগ্রগতি হয়েছে। পাকিস্তানের ওই বিশ্ববিদ্যালয়ে জঙ্গী হামলায় নিহতদের স্মরণে বৃহস্পতিবার একদিনের জাতীয় শোক পালন করেছে দেশটি। খবর ডন অনলাইনের। আইএসপিআর প্রধান বলেন, সন্ত্রাসীদের ফোনকল চিহ্নিত ও বিশ্লেষণ করা হয়েছে এবং তাদের দুটি সেলফোন উদ্ধার করা হয়েছে। তিনি জানান, আমাদের সৈন্যরা যখন ঘটনাস্থলে পৌঁছে তখন চার হামলাকারীই জীবিত ছিল। তারা ছাত্রাবাসে অবস্থান নেয়। শেষ পর্যন্ত ছাদ ও সিঁড়িতে তারা নিহত হয়। তিনি বলেন, তাদের কাছে গ্রেনেডসহ বেশকিছু গোলাবারুদ ছিল। বাজওয়া বলেন, তাদের ফোনকল বিশ্লেষণ করা হয়েছে এবং বেশিরভাগ উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, হামলাকারীদের ফরেনসিক ও আঙ্গুলের ছাপ পরীক্ষার জন্য ন্যাশনাল ডাটাবেজ রেজিস্ট্রেশন অথরিটিকেও (নাদরা) দায়িত্ব দেয়া হয়েছে। তিনি আরও বলেন, হামলাকারী কারা, তারা কোথা থেকে এসেছিল এবং কারা তাদের প্রতি সহযোগিতা যুগিয়েছে এর ওপর প্রায় সকল সম্পৃক্ত উপাত্ত আমরা সংগ্রহ করেছি। কিন্তু তিনি বলেন, এসব তথ্য স্পর্শকাতর এবং এগুলো প্রক্রিয়াকরণ ও হালনাগাদ করা হচ্ছে। এগুলো পরে প্রকাশ করা হবে। তিনি বলেন, সন্ত্রাসীরা বাইরে থেকে নির্দেশ ও ফোনকল পাচ্ছিল। আমরা এ অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, সন্ত্রাসীদের মদদদাতা ও অর্থতাদারা যতদিন থাকবে ততদিন তারা যে কোন স্থানে, যে কোন সময় হামলা চালাতে পারে। একটি জাতি হিসেবে আমরা যাই করি না কেন তাদের কিছু যায় আসে না। সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র বলেছেন, বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলাকারীরা হামলা চালানোর সময় তাদের নির্দেশদাতাদের সঙ্গে সংযোগ রক্ষা করেছে। আসিম বাজওয়া বলেছেন, হামলাকারীরা আফগানিস্তানে একটি ফোন নম্বরের সঙ্গে সংযোগ রেখেছিল। তিনি পেশোয়ারে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি বলেন, সন্ত্রাসীরা অবিরত তাদের মোবাইল ফোনে কথা বলছিল। এ মোবাইল ফোনগুলোর মধ্যেই দুটি আমরা উদ্ধার করেছি এবং সেগুলো থেকে উপাত্ত সংগ্রহ করেছি। বিশ্ববিদ্যালয়ে জঙ্গীদের হামলায় নিহতদের জন্য বৃহস্পতিবার একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তান ও আফগানিস্তানে বুধবারের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে হোয়াইট হাউস বলেছে, জঙ্গীরা এ অঞ্চলে যে হুমকি দিয়ে যাচ্ছে তা স্পষ্ট হয়ে উঠছে তাদের কাছে। খবর ওয়েবসাইটের। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি ও তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি এবং সকল ধরনের চরমপন্থা ও সন্ত্রাসের বিরুদ্ধে এ অঞ্চলের জনগণের পাশে আমরা আছি। পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে চারসাদ্দা শহরে বাচা খান বিশ্ববিদ্যালয়ে বুধবার সশস্ত্র জঙ্গীদের হামলায় অন্তত ২১ জন নিহত হয়।
×