ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্যাংক ডাকাতি

জেএমবি জঙ্গীসহ ১১ জনের বিচার শুরু

প্রকাশিত: ০৬:২৮, ২২ জানুয়ারি ২০১৬

জেএমবি জঙ্গীসহ ১১ জনের বিচার শুরু

কোর্ট রিপোর্টার ॥ আশুলিয়ার কাঠগড়া বাজারে ব্যাংক ডাকাতির মামলায় নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৭ সদস্যসহ ১১ জনের বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করার পর সাক্ষের দিন ১ ফেব্রুয়ারি ধার্য করেন। গত ১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক ১১ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলার চার্জশীটভুক্ত আসামিরা হলো বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, বাবুল সরদার, মিন্টু প্রধান, মোঃ জসীমউদ্দিন, আব্দুল বাতেন, মোজাম্মেল হক, উকিল হাসান, সাইফুল ইসলাম, শাজাহান জমাদ্দার ও পলাশ ওরফে সোহেল রানা। এদের মধ্যে পলাশ পলাতক। ২০১৫ সালের ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় দুর্ধর্ষ ডাকাতি হয়। কাব ক্যাম্পুরি কাল যোগ দিচ্ছে ৮ হাজার স্কাউট বিডিনিউজ ॥ দেশের আট হাজার স্কুল শিক্ষার্থীর অংশগ্রহণে গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শনিবার থেকে শুরু হচ্ছে অষ্টম জাতীয় কাব ক্যাম্পুরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের কাব স্কাউটদের সবচেয়ে বড় এই আয়োজনের উদ্বোধন করবেন বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। স্বরাষ্ট্র সচিব ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মোঃ মোজাম্মেল হক খান জানান, যাত্রাপথ থেকে শুরু করে অনুষ্ঠানস্থলসহ পুরো আয়োজনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
×