ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দক্ষতা উন্নয়নে অতিরিক্ত অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক

প্রকাশিত: ০৬:২৭, ২২ জানুয়ারি ২০১৬

দক্ষতা উন্নয়নে অতিরিক্ত অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ দক্ষতা উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত অর্থায়ন করছে বিশ্বব্যাংক। এ উপলক্ষে প্রায় ৮০০ কোটি টাকার (১০ কোটি মার্কিন ডলার) একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সস্মেলন কক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম এবং ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মার্টিন রামা। কাজী শফিকুল আযম বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মূল দায়িত্বে কারিগরি শিক্ষা অধিদফতর থাকলেও জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে প্রকল্পের কিছু অংশ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির মেয়াদকাল ২০১০ সালের জুলাই থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত। তবে চুক্তি অনুযায়ী প্রাপ্ত অতিরিক্ত অর্থের বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০১৯ সাল পর্যন্ত। স্কিল এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট নামের এ প্রকল্পের তিনটি কম্পোনেন্ট হচ্ছেÑ ডিপ্লোমা ও স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কর্মসূচীর সংশ্লিষ্টতা এবং গুণগতমান উন্নয়ন, প্রশিক্ষণ বিষয়ক সরকারী প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বৃদ্ধি এবং কারিগরি ও ভোকেশনাল শিক্ষা বা প্রশিক্ষণ ও মূল্যায়ন খাত শক্তিশালী করা। বিশ্বব্যাংকের দেয়া এ ঋণ ছয় বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। এক্ষেত্রে উত্তোলিত ঋণের ওপর বার্ষিক শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী করার মাধ্যমে প্রশিক্ষণের মানোন্নয়ন করা, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানগুলোর ডিপ্লোমা ও স্বল্পমেয়াদী প্রশিক্ষণগুলো কর্মবাজারের উপযোগী করা। সেই সঙ্গে কারিগরি ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সমসাময়িক স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের সঙ্গে সঙ্গতি রেখে দক্ষ জনশক্তি তৈরিতে অধিক কার্যকর ভূমিকা রাখা। সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের মেরুদ-ে অস্ত্রোপচার স্টাফ রিপোর্টার ॥ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি সাংবাদিক আলতাফ মাহমুদের মেরুদ-ে অস্ত্রোপচার করা হয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে অধ্যাপক ধীমান চৌধুরীসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচারে অংশ নেন। সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ছয় ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। অস্ত্রোপচার শেষে চিকিৎসক কনক কান্তি জনকণ্ঠকে জানান, আমরা আশাবাদী। এখনও তার জ্ঞান ফিরেনি। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানান ডাঃ কনক কান্তি বড়ুয়া। আলতাফ মাহমুদের ছেলে আসিফ মাহমুদও অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন।
×