ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন নয়া নৌবাহিনী প্রধান

প্রকাশিত: ০৫:৪৭, ২২ জানুয়ারি ২০১৬

 রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন নয়া নৌবাহিনী প্রধান

স্টাফ রিপোর্টার ॥ সরকার বৃহস্পতিবার রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদকে নতুন নৌবাহিনী প্রধান পদে নিয়োগ দিয়েছে। তিনি আগামী ২৭ জানুয়ারি দায়িত্ব বুঝে নেবেন। রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদকে ওই দিনই ভাইস-এ্যাডমিরাল পদে পদোন্নতি প্রদানপূর্বক তিন বছর মেয়াদে বাংলাদেশ নৌবাহিনী প্রধান পদে নিয়োগ প্রদান করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান এ্যাডমিরাল এম ফরিদ হাবিবের স্থলাভিষিক্ত হবেন। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসা রিয়ার এ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদকে বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান করল সরকার। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক পক্ষে সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনী প্রধান এ্যাডমিরাল এম ফরিদ হাবিব আগামী ২৭ জানুয়ারি ২০১৬ অপরাহ্ণ থেকে নৌবাহিনী প্রধানের চাকরি থেকে অবসর প্রদান কার্যকর হবে। আর ওই দিন অপরাহ্ণেই নতুন নৌবাহিনী প্রধান মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ করবেন।
×