ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পান্থ আফজাল

হাল্কা শীতের প্রস্তুতি

প্রকাশিত: ০৪:২৫, ২২ জানুয়ারি ২০১৬

হাল্কা শীতের প্রস্তুতি

হালের ফ্যাশনে প্রতিনিয়ত যোগ হয় নতুন মাত্রা। পোশাকের রং-ঢঙে চাই নতুনত্ব। এবারের শীতে তাদের শীত নিবারণের পাশাপাশি স্টাইল রক্ষা করাটাও জরুরী হয়ে পড়েছে। দেশের বিভিন্ন ফ্যাশন হাউস এবারের শীতের ফ্যাশনের পোশাক তৈরি করেছেন প্রয়োজন ও ফ্যাশন দুটি বিষয়ের কথা মাথায় রেখে। তরুণ-তরুণীদের শীত পোশাকের মধ্যে প্রথম ভাবনায় আসে সোয়েটার, কার্ডিগ্যান ও জ্যাকেট। এছাড়া কিছু পোশাকের সঙ্গে শীতের চাদরও বেশ মানিয়ে যায়। তবে ভারি সোয়েটার, জ্যাকেট বা শাল কিছুই পরার সময় এখনও আসেনি। বাজারে ঘুরলেই দেখা পাওয়া যাবে একদম হালকা জিন্স বা গ্যাবাডিনে তৈরি জ্যাকেট। হালকা শীতে এগুলো দেখাবে দারুণ স্টাইলিশ। পাতলা উলের সোয়েটার কিংবা ফুল সিøভ টি-শার্টও চলে এসেছে বাজারে। এগুলো একই সঙ্গে আপনাকে দেবে উষ্ণতা ও স্টাইল। শীতের সময় জ্যাকেট কিংবা সোয়েটারের সঙ্গে নানা স্টাইলের জিন্সের চলটাই সবচেয়ে বেশি। পুরুষদের জন্য ভাল লাগবে ফর্মাল প্যান্টের সঙ্গেও। বর্তমানে শীত পোশাকের বাজারে পাওয়া যাচ্ছে জ্যাকেট, সোয়েটার, স্কার্ফ ইত্যাদি। নানা মেটিরিয়ালে অসাধারণ সব কম্বিনেশনে মিলছে এসব পোশাক। তবে সবকিছু ছাপিয়ে হালকা শীতে প্রাধান্য পাচ্ছে ফুলহাতা টি-শার্ট আর হুডি। তরুণ-তরুণীদের কাছে হুডি হালের স্টাইল হয়ে উঠেছে। হালকা শীতের মধ্যে এ পোশাকটির চাহিদা সবচেয়ে বেশি থাকে। তরুণীদের টপস, প্যান্ট-ফতুয়া, শাড়ির সঙ্গে পরার জন্য জ্যাকেট মানানসই। বর্তমানে বিভিন্ন ধরনের প্যান্ট ও লেগিংসের ব্যবহার চলছে। তার সঙ্গে জ্যাকেটগুলো মানানসই। জ্যাকেটের কাটিং প্যাটার্নের মধ্যেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। কিছু জ্যাকেট সামনে খোলা। তাতে হয়ত বোতাম বা ফিতা ব্যবহার করা হয়েছে আটকানোর জন্য। ক্ষেত্রবিশেষে সালোয়ার-কামিজের সঙ্গেও ব্যবহার করা যেতে পারে। নতুন ডিজাইনের পোশাকের সঙ্গে ছেলেমেয়ে উভয়ের সঙ্গী হতে পারে হাল ফ্যাশনের মাফলার আর কানটুপিও। শীতে ঠা-ার হাত থেকে গলা বাঁচাতে মাফলার কাজ দেয়, আবার তরুণদের ফ্যাশনেও এর রয়েছে যথেষ্ট কদর। এ ছাড়াও উলের টুপি, কানটুপি, মানকি ক্যাপ এবং মোজাও এই শীতে আপনাকে বেশ আরাম দেবে। ফ্যাশনেবল তরুণীরা বিভিন্ন রঙের শার্ট বা ফতুয়ার সঙ্গে স্কার্ফ ব্যবহার করতে পারে। স্কার্ফ এমন একটা ফ্যাশন অনুষঙ্গ, যা শীত বা গ্রীষ্ম যে কোন ঋতুতে যে কোন পোশাককেই দারুণ আকর্ষণীয় করে তোলে। তবে এ শীতে নিজেকে উষ্ণ রাখার অনুষঙ্গ যাই হোক না কেন, সেটি যেন আপনার সঙ্গে মানানসই হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যারা অফিস করেন তাদের জন্যও রয়েছে বিশেষ পোশাক। অফিস মানেই স্যুটকোট পরতে হবে, তা নয়। ফুলহাতা শার্ট-টাইর সঙ্গে সোয়েটারও পরতে পারেন। এসব সোয়েটারের গলা প্রশস্ত হতে হবে। সে ক্ষেত্রে আপনি চাইলে ভি-আকৃতির ডিজাইন করা সোয়েটার পরতে পারবেন। কাপড় কিনে পছন্দের ডিজাইনের ব্লেজার বা কমপ্লিট বানাতে চাইলে যেতে হবে রাজধানীর বসুন্ধরা শপিংমল কিংবা এলিফ্যান্ট রোডের মেনস ক্লাব শোরুমে। তুলনামূলক কমদামে ব্লেজার বা কমপ্লিট বানাতে চাইলে ঢুঁ দিতে পারেন রাজধানীর নিউমার্কেট এর কাপড়ের দোকানগুলোতে। তবে ব্লেজার উচচবিলাসীদের ফ্যাশন হিসেবেই বেশি পরিগণিত। ওয়েস্টকোট বা কোটি যাই বলি না কেন সধারণত পশ্চিমাদের পোশাক হলেও বর্তমানে সারাবিশ্বে এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। একটা সময় ছিল যখন কোটি কেবলমাত্র ব্লেজার, স্যুট কিংবা ওভার কোটের নিচেই বেশি শোভা পেত। কিন্তু এখনকার সময়ে কোটির ফ্যাশনে ঘটেছে বিশাল পরিবর্তন। ফ্যাশনের অন্যতম উপাদান হিসেবে কোটি তরুণ-তরুণীদের কাছে ভীষণ জনপ্রিয়। কোটিও হতে পারে হালকা শীতে ফ্যাশনের অন্যতম পোশাক। ফরমাল, ক্যাজুয়াল, পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার-কামিজ, টপস-স্কার্ট, ফ্লোর টাচ লং সিল্ভ অথবা আনারকলি পোশাকের সঙ্গেও ব্যবহৃত হচ্ছে কোটি। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে শীতের পোশাক তৈরির প্রতিযোগিতা যেন বেড়ে যায়। মেনস ক্লাব, ক্যাটস আই, প্লাস পয়েন্ট, রিচম্যান, অঞ্জনস, কে-ক্র্যাফট থেকে শুরু করে ফুটপাথেও এই সময়ে পোশাকের চাহিদা থাকে। ফ্যাশন হাউসগুলোতে দেখা মিলবে ফ্যাশনেবল কটি, সোয়েটার, টুপি, টপস, কামিজ, উলের ফতুয়া, কার্ডিগান, জ্যাকেট, শর্টপুল ওভার, লংপুল ওভার, রোল নেক, মাফলার, গাউন ধাঁচের সোয়েটার, জিন্সের বা উলের ফুলহাতা শার্ট, ক্যাজুয়াল ব্লেজার, বিভিন্ন ধরনের বৈচিত্র্যে ঘেরা মনকাড়া পোশাক। বসুন্ধরা শপিং কমপ্লেক্স, নিউমার্কেট, বনানী, মিরপুর শপিংমল, গুলশান এছাড়া ফুটপাথের সব দোকানেই শীতের পোশাক পাওয়া যাবে। দেশীয় ফ্যাশন হাউসগুলোর শোরুমেও পাওয়া যাবে বিভিন্ন কালেকশন। বিভিন্ন দোকানে দাম ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। এছাড়া শীতের শুরুতে এক দাম আবার শীত বাড়ার সঙ্গে সঙ্গে দামও বেড়ে যায়। দেশীয় ফ্যাশন হাউসগুলোতে তুলনামূলকভাবে মান ভাল থাকে। তবে এক্ষেত্রে দামে কিছুটা ভিন্নতা পাওয়া যায়। ছবি : রুদ্র ইউসুফ মডেল : অনিক, মিউম ও পাপন পোশাক : ডিমান্ড, মেকআপ : পারসোনা
×