ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় নবজাতক হত্যার দায়ে মায়ের ফাঁসি

প্রকাশিত: ০৪:১৭, ২২ জানুয়ারি ২০১৬

সাতক্ষীরায় নবজাতক হত্যার দায়ে মায়ের ফাঁসি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ পাঁচ বছর আগে নিজের নবজাতক হত্যার দায়ে বৃহস্পতিবার রিজিয়া খাতুন নামে এক নারীকে ফাঁসির দ- দিয়েছেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরিফ এএম রেজা জাকের। তবে ফাঁসির দ-প্রাপ্ত রিজিয়া পলাতক রয়েছেন। তবে মামলার অন্য আসামি খালাস পেয়েছেন। জেলা জজ আদালতের পিপি এড. ওসমান গনি জানান, ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি কালিগঞ্জের রহিমপুরে আবদুস সাত্তারের পুকুর পাড় থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে জানতে পারে ওই গ্রামের মাজেদ গাজির মেয়ে রিজিয়া খাতুন ও পার্শ্ববর্তী পাইকাড়া গ্রামের বাবু কাপালির ছেলে কাসেম কাপালির অবৈধ সম্পর্কের জেরে ওই সন্তানের জন্ম হয়। বিষয়টি চাপা দিতে নবজাতকটিকে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ রিজিয়া খাতুন ও কাসেমকে গ্রেফতার করে। মামলার দু’জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। কুমিল্লায় তিন আসামির যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা থেকে জানান, মুরাদনগরের কোদালকাটা গ্রামে ২০০২ সালে আবদুল মোমিন নামে কৃষক হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদ-াদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৪নং আমলী আদালতের বিচারক নুরুন্নাহার বেগম শিউলি এ রায় দেন। দ-প্রাপ্ত আসামিরা হলেন- একই গ্রামের কাউসার মিয়া, রফিকুল ইসলাম ও জাকির হোসেন। এছাড়া খলিল নামের আসামিকে ৬ মাসের কারাদ- দেয়া হয় এবং লিপি আক্তার ও নুরজাহানকে বেকসুর খালাস দেয়া হয়। রাব্বীকে নির্যাতন আংশিক প্রমাণিত ॥ হানিফ নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২১ জানুয়ারি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীকে অন্যায়ভাবে পুলিশ নির্যাতন করেছে তা আংশিক প্রমাণিত হয়েছে। উচ্চ আদালত পুলিশের বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশনা দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন। তিনি বলেন, একজন পুলিশের অপকর্মের দায়ভার পুরো বাহিনীর ওপর বর্তাতে পারে না। একজনের অপকর্মের জন্য পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণœ হোক এটা আমরা চাই না। আমরা চাই সরকারের অধীনে জনগণ নিরাপদে থাক। আর আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা। আমরা তাদের কাছে সেটাই প্রত্যাশা করি। হানিফ আরও বলেন, জনগণের ওপর আস্থা নেই বলেই বিএনপি আজ বিদেশীদের দ্বারে দ্বারে ঘুরছে। এতে কোন লাভ হবে না। এদেশের সব ক্ষমতার মালিক জনগণ যদি না চায়, তবে বিএনপিকে কোন বিদেশী ক্ষমতায় আনতে পারবে না। পাবনায় ক্ষেতমজুর নেতাকে গুলি করে হত্যা নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২১ জানুয়ারি ॥ ওয়ার্কার্স পার্টি জেলা শাখার সদস্য ও জাতীয় কৃষক সমিতি আটঘরিয়া উপজেলা শাখার সহসভাপতি আবদুর রশিদকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত পৌনে ৯টার দিকে আটঘরিয়া উপজেলার চাচকিয়া গ্রামে এ হত্যাকা- ঘটেছে। আবদুর রশিদ গ্রামের মৃত বাহাদুর প্রামাণিকের ছেলে। পাবনা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জাকির হোসেন বলেন, গত কয়েক দিন ধরে একটি মহল বিভিন্নভাবে আব্দুর রশিদকে হত্যার হুমকি দিয়ে আসছিল। বুধবার রাত ৯টার দিকে তার বাড়ির সামনে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, এ হত্যাকা-ের সঙ্গে চরমপন্থীরা জড়িত বলে ধারণা করা হচ্ছে। নাটোরে গলাটিপে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, বড়াইগ্রামে চম্পা বেগম (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার রাতে উপজেলার তেলোগ্রামে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকে স্বামী শাহীন আহমেদ পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার তেলোগ্রামের রইচ উদ্দিনের ছেলে শাহীনের সঙ্গে প্রায় ছয় মাস আগে বগুড়ার পল্লী বিদ্যুত এলাকার চম্পা বেগমের বিয়ে হয়। কুমিল্লায় কিশোরীর গলাকাটা লাশ নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, মনিকা (১৫) নামে এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেঘনা উপজেলার কান্দারগাঁও এলাকার একটি পরিত্যক্ত জমি থেকে পুলিশ ওই কিশোরীর লাশ উদ্ধার করে। সে কান্দারগাঁও গ্রামের আবদুল হালিমের মেয়ে।
×