ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল ইএসআর

প্রকাশিত: ০৪:১৭, ২২ জানুয়ারি ২০১৬

জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল ইএসআর

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২১ জানুয়ারি ॥ গত বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ‘একুশ শতকের শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতা’ (ইএসআর) নামে একটি সংগঠন। বৃহস্পতিবার বেলা ১১টায় আমিনপুর থানার মাসুমদিয়া বাজারে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংবর্ধনা এবং তাদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক ড. আবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক এ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাশেদুল ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ মোঃ ইমান আলী প্রামাণিক। এতে বক্তব্য রাখেনÑ উপদেষ্টা অনীল কুমার সাহা, কাজী মাহমুদুল আলম নান্নু, আলহাজ জহির উদ্দিন, সম্পাদক মোঃ আবু শামা, সহ-সভাপতি মোল্লা হোসেন আলী, কাজী বজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা এলাকায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তারা বলেন, উন্নত জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে জাতি হিসেবে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াব। পেট্রোলবোমায় নিহত বাবা-মেয়ের লাশ যশোরে কবর থেকে উত্তোলন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ কুমিল্লায় বিএনপি-জামায়াতের হরতালে পেট্রোল বোমায় নিহত যশোরের নুরুজ্জামান পপলু ও তার মেয়ে স্কুলছাত্রী মাইশা তাসনিমের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের ঘোপ কবরস্থান থেকে তাদের দু’জনের লাশ উত্তোলন করা হয়। এরপর তা ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম জানান, কুমিল্লা আদালতের নির্দেশে যশোর ঘোপ কবরস্থান থেকে নুরুজ্জামান পপলু ও মাইশার লাশ উত্তোলন হয়েছে। তিন সদস্যের মেডিক্যাল টিম যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে লাশ দু’টির ময়নাতদন্ত সম্পন্ন করবে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যশোর শহরের ঘোপ কবরস্থান থেকে তাদের লাশ উত্তোলন প্রক্রিয়া শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক হোসাইন সাফায়েত ও মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লার চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ ইব্রাহীম। পপলু ও মাইশা’র লাশ শনাক্ত করেন পপলু’র ভাই কামরুজ্জামান ডাবলু। দুপুর দেড়টা নাগাদ তাদের লাশ উত্তোলন করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নাশকতার অভিযোগে জামায়াত নেতা আটক নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২১ জানুয়ারি ॥ নাশকতার অভিযোগে বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলামকে বৃহস্পতিবার আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টায় ওই উপজেলার কালমেঘ ফাজিল মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই মাদ্রাসার সহকারী শিক্ষক ও উপজেলার আরাজী সুরলিয়া জোতপাড়া গ্রামের বাসিন্দা। ২০১৫ সালের অনার্র্স ১ম বর্ষ পরীক্ষার সংশোধিত সূচী জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২১ জানুয়ারি ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০১৫ সালের অনার্র্র্স ১ম বর্ষ পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত চলবে। পরীক্ষা দুপুর ১টা থেকে আরম্ভ হবে। এ পরীক্ষা বিষয়ক বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ww(w.nu.edu.bd) এবং www( .nubd.info) থেকে জানা যাবে। মুক্তিযুদ্ধের পক্ষের প্যানেল নির্বাচিত বাউবি শিক্ষক সমিতি নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২১ জানুয়ারি ॥ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) শিক্ষক সমিতির নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের ১৫ সদস্যবিশিষ্ট প্যানেল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সমিতির সভাপতি ড. মোহসীন উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে ড. মোঃ ইকবাল হুসাইন নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি ড. ফরিদ হোসেন, কোষাধ্যক্ষ কায়েস বিন রহমান, যুগ্ম- সম্পাদক রেজওয়ানুল আলম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে ড. কাজী মোহাম্মদ গালিব আহসান, ড. কেএম রেজানুর রহমান, আনোয়ারুল ইসলাম, ড. সরকার নোমান, আনোয়ারুল ইসলাম, রুনু বিশ্বাস, সুদীপ রায়, মারুফ মিয়া ও তোফায়েল হোসেন নির্বাচিত হয়েছেন।
×