ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝুঁকি নিয়ে চলাচল

রৌমারী-রাজিবপুর সড়ক খানাখন্দে ভরা

প্রকাশিত: ০৪:১১, ২২ জানুয়ারি ২০১৬

রৌমারী-রাজিবপুর সড়ক খানাখন্দে ভরা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রৌমারী-রাজিবপুর ২৯ কিলোমিটার সড়কে খানাখন্দে ভরা। খানাখন্দের ওপর দিয়ে এই সড়কে চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে। এতে দুর্ভোগ চরমে উঠেছে। প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ১৯৯৮ সালের পর ওই সড়কে বড় ধরনের কোন সংস্কার কাজ না হওয়ায় এ দুরবস্থার সৃষ্টি হয়েছে। ফলে আধা ঘণ্টার রাস্তা যেতে সময় লাগে প্রায় ৪ ঘণ্টা। সরেজমিনে সড়কের ওই ২৯ কিলোমিটার এলাকা ঘুরে দেখা গেছে, রৌমারীর দাঁতভাঙ্গা, শালুর মোড়, বড়াইকান্দি, ভিটাপাড়া, ঝগড়ারচর, হেলিপ্যাড, বিজিবি মোড়, জন্তির কান্দা, মির্জাপাড়া, কাঁঠালবাড়ী, কোনাচীপাড়া, চাক্তাবাড়ী, কর্ত্তিমারী, সায়দাবাদ, গোলাবাড়ী, বাইমমারী, ধনারচর, কোমরভাঙ্গী, শীবেরডাঙ্গী, রাজিপুরের মরচাকান্দি, চররাজিবপুর, জালচিরা, বটতলা, স্লুইস গেটের সামনে শত শত খানাখন্দ। বেশিরভাগ স্থানে সড়কের পিচ উঠে ইটের খোয়া বের হয়ে গেছে। দুই পাশের মাটি সরে গিয়ে সড়ক সরু হয়ে গেছে। দাঁতভাঙ্গার তেকানী ঝগড়ার চর এলাকায় সড়ক ও জনপদের কয়েক শ্রমিক কয়েক বছর আগে ভেঙ্গে যাওয়া স্থানটিতে মাটি দিয়ে ভরাট করছেন। রৌমারী স্থলবন্দর দিয়ে পাথরসহ মালামাল ভারত থেকে আমদানি করা হয়। ফলে এ সড়কের গুরুত্ব অনেক বেশি। অথচ বেহাল এ সড়কে প্রায়ই ট্রাক বিকল হয়ে পড়ে। রৌমারী আমদানি রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক হাজি জাহিদুল ইসলাম বলেন, প্রতিমাসে সরকার পাথর এলসি হতে এক থেকে দেড় কোটি টাকা আয় করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে অনেক ব্যবসায়ী এখানে আসতে চান না। স্থানীয়রা অভিযোগ করেন, প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েক শ’ যানবাহন ও কয়েক হাজার যাত্রী চলাচল করে। এ ছাড়া মালবোঝাই ট্রাক চলে। সড়কে খানাখন্দ থাকায় প্রায়ই সড়কে যানবাহন বিকল হয়ে পড়ে থাকে। প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ২৯ কিলোমিটার পথ পাড়ি দিতে ৪ ঘণ্টারও বেশি সময় লেগে যায়। সড়ক ও জনপদ কুড়িগ্রামের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, রৌমারী-রাজিবপুর সড়কের রৌমারীর দাঁতভাঙ্গার শালুর মোড় থেকে তেকানী ঝগড়ারচর হয়ে থানা মোড় পর্যন্ত ৯ কিলোমিটারে কাজ করার জন্য অর্থ বরাদ্দ পাওয়া গেছে। কাজও শুরু হয়েছে। বাকি ২০ কিলোমিটারের জন্য একটা প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ এলে কাজ শুরু করা হবে। সোনারগাঁওয়ে হামলায় আহত ৬ সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ২১ জানুয়ারি ॥ সোনারগাঁয়ে অবৈধভাবে লটারি নামে জুয়া খেলার পুরস্কারকে কেন্দ্র করে আয়োজকদের হামলায় ৬ জন আহত হয়েছে। এ সময় ৩টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলা সনমান্দী ইউনিয়নের বাংলাবাজার এলাকার চরলাল গ্রামে এ ঘটনা ঘটেছে। হামলায় আহতরা হলেন বাবু তার ছেলে মহসীন ইয়াছিন, শাহীনা আক্তার টুকুন মিয়া। এলাকাবাসী আহতদের উপজেলা কমপ্লেক্সে ভর্তি করেছে। মাদকসেবী আটক স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুরে পাবলিক টয়লেটে গাঁজা সেবনের সময় তিনজনকে আটক করেছে থানা পুলিশ। বৃহ¯পতিবার সকালে তাকে আটক করা হয়। আটককৃতরা হলেন- শহরের কাজীপাড়ার হালিম (২৪), হামিদুলের ছেলে সালমান শাহ (২২) ও মামুন ।
×