ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩০০০ কর্মী ছাঁটাই করবে জনসন এ্যান্ড জনসন

প্রকাশিত: ০৪:১০, ২২ জানুয়ারি ২০১৬

৩০০০ কর্মী ছাঁটাই করবে জনসন এ্যান্ড জনসন

চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতির ব্যবসা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি জনসন এ্যান্ড জনসন। আগামী ২ বছরের মধ্যে মেডিক্যাল যন্ত্রপাতি উৎপাদন বিভাগে কর্মরত ৩০০০ কর্মীকে অপসারণ করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। জনসন এ্যান্ড জনসনের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে ১ লাখ ২৭ হাজার মানুষ কোম্পানির বিভিন্ন কাজে কর্মরত আছেন। এদের মধ্যে স্বাস্থ্য সেবা খাতের ২ দশমিক ৫ শতাংশ এবং মেডিক্যাল যন্ত্রাংশ খাতের ৬ শতাংশ কর্মী ছাঁটাইয়ের তালিকায় রযেছে। সব মিলিয়ে ৩০০০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মী ছাঁটাইয়ের পর করপূর্ববর্তী মুনাফা প্রতিবছরে ৮০ লাখ ডলার থেকে ১০০ কোটি ডলার পর্যন্ত বেড়ে যাবে। যা পরবর্তীতে নতুন পণ্য উৎপাদনে বিনিয়োগ করা যাবে। -অর্থনৈতিক রিপোর্টার কাতারে আজ শুরু হচ্ছে রিহ্যাব হাউজিং ফেয়ার আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘রিহ্যাব হাউজিং ফেয়ার কাতার ২০১৬’। ‘প্রবাসে উপার্জন স্বদেশে আবাসন’ -এই সেøাগানকে প্রতিপাদ্য করে কাতারে এটাই রিহ্যাবের পক্ষ থেকে প্রথম হাউজিং ফেয়ার। কাতারের দোহায় এয়ারপোর্ট রোডের ক্রাউন প্লাজায় ২২ ও ২৩ জানুয়ারি এ ফেয়ার অনুষ্ঠিত হবে। কাতারের দোহায় সালিমার প্যালেসে রিহ্যাবের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান (ওভারসিস) শাকিল কামাল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুজ্জামান। কাতারে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ মেলায় রিহ্যাবের সদস্য ছাড়াও আর্থিক প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আজ সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করবেন কাতারের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আসুদ আহমদ। সভাপতিত্ব করবেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন। -অর্থনৈতিক রিপোর্টার
×