ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে ন্যাশনাল ব্যাংকের সহায়তা

প্রকাশিত: ০৪:০৯, ২২ জানুয়ারি ২০১৬

মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে ন্যাশনাল ব্যাংকের সহায়তা

দুরারোগ্য ব্যাধি ব্রেন ক্যান্সারে আক্রান্ত মুক্তিযোদ্ধা চৌধুরী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। গত ১৪ জানুয়ারি দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ‘মুক্তিযোদ্ধা হাবিবকে বাঁচাতে এগিয়ে আসুন’, শিরোনামে সংবাদ প্রকাশিত হলে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার তাৎক্ষণিক সহায়তার হাত বাড়িয়ে দেন। চেয়ারম্যানের নির্দেশে ব্যাংকের প্রতিনিধিরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা চৌধুরী হাবিবুর রহমানের সঙ্গে গত ২০ জানুয়ারি দেখা করেন। ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এএসএম বুলবুল মুক্তিযোদ্ধা চৌধুরী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য তাঁর হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন। জনাব বুলবুল ক্যান্সার হাসপাতালের পরিচালক প্রফেসর (ডাঃ) মোঃ মোয়াররফ হোসেনের সঙ্গে দেখা করে অসুস্থ মুক্তিযোদ্ধার চিকিৎসার সকল ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। -বিজ্ঞপ্তি মুশতাক আহমদ ও আবু হানিফ খান বিডিবিএলের নতুন পরিচালক কর্মসংস্থান ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুশতাক আহমদ ও রূপালী ব্যাংক লিমিটেডের সাবেক ডিএমডি আবু হানিফ খান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) পরিচালনা পর্ষদের নতুন পরিচালক পদে নিয়োগ পেয়েছেন। জনাব মুশতাক আহমদ এর পূর্বে সোনালী ব্যাংক লিমিটেডের ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৯ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার (প্রবেশনারি) হিসেবে যোগদানের মধ্য দিয়ে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। আবু হানিফ খান ১৯৮০ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার (প্রবেশনারি) হিসেবে যোগদান করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকসহ (সম্মান) ১৯৭৯ সালে স্নাতকোত্তর ডিগ্রী পাস করেন। -বিজ্ঞপ্তি। বীমা খাতের সংগঠন আইআরএফ’র পূর্ণাঙ্গ কমিটি গঠন অর্থনৈতিক রিপোর্টার ॥ বীমা খাতের সংবাদকর্মীদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) আগামী দুই বছরের জন্য (২০১৬-১৭) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি সকালের খবরের গোলাম সামদানী ও সাধারণ সম্পাদক নিউ নেশনের গাযী আনোয়ারুল হক। বৃহস্পতিবার বাংলাদেশ ইন্স্যুরেন্স এ্যাসোসিয়েশন (বিআইএ) কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠিত হয়। কমিটির সহসভাপতি গোলাম মওলা (বাংলা ট্রিবিউন), যুগ্মসাধারণ সম্পাদক এম এম মাসুদ (মানবজমিন), অর্থ সম্পাদক রহিম শেখ (জনকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন (আলোকিত বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজুল ইসলাম (মানবকণ্ঠ), দফতর সম্পাদক আজিজুল হক পার্থ (ইনকিলাব)। কার্যনির্বাহী সদস্যরা হলেনÑ জসিম উদ্দিন হারুন, আমিনুল ইসলাম, সেলিম মালিক, রেজাউল হক কৌশিক, শেখ শাফায়াত হোসেন, আলী রিয়াজ, মৌসুমী ইসলাম।
×