ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইন মন্ত্রণালয় বিচার বিভাগীয় কোন কর্মকর্তাকে পদোন্নতি দেয়নি

প্রকাশিত: ০৮:১৭, ২১ জানুয়ারি ২০১৬

আইন মন্ত্রণালয় বিচার বিভাগীয় কোন কর্মকর্তাকে পদোন্নতি দেয়নি

স্টাফ রিপোর্টার ॥ আইন মন্ত্রণালয় বিচার বিভাগীয় কোন কর্মকর্তাকে পদোন্নতি দেয়নি বলে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল শাহীন স্বাক্ষতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত সুপ্রীমকোর্টের পরামর্শ ব্যতিরেকে ৫ বিচার বিভাগীয় কর্মকর্তাকে আইন মন্ত্রণালয় কর্তৃক অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে শিরোনামের সংবাদের প্রতি আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদটি সঠিক নয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইন মন্ত্রণালয়ে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সুপ্রীমকোর্টের পরামর্শ অনুযায়ী প্রেষণে পদায়ন করা হয়। পরে জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন অনুবিভাগ, অধিশাখা ও শাখায় দায়িত্ব প্রদান করা হয়। এটা মন্ত্রণালয় কর্তৃক কর্মকর্তাদের অভ্যন্তরীণ দায়িত্ব অর্পণ, যা কোনভাবেই পদোন্নতি নয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রীমকোর্টের পরামর্শ ছাড়া পদোন্নতি প্রদানের কোন অবকাশ নেই। তাই, সুপ্রীমকোর্টের পরামর্শ ব্যতিরেকে পদোন্নতি প্রদান করা হয়েছে মর্মে প্রকাশিত সংবাদটি প্রকৃত তথ্য বিকৃত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে বলে আইন মন্ত্রণালয় মনে করে। এ ধরনের অসত্য সংবাদ পরিবেশন অনভিপ্রেত ও দুঃখজনক। ভবিষ্যতে এ ধরনের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে।
×