ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত পিটার সাদারল্যান্ড ঢাকায়

প্রকাশিত: ০৮:১৩, ২১ জানুয়ারি ২০১৬

জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত পিটার সাদারল্যান্ড ঢাকায়

কূটনেতিক রিপোর্টার ॥ জাতিসংঘ মহাসচিবের অভিবাসন বিষয়ক বিশেষ দূত স্যার পিটার সাদারল্যান্ড ঢাকায় এসেছেন। দুইদিনের সফরে বুধবার তিনি ঢাকায় পৌঁছেছেন। ঢাকায় এসে পিটার সাদারল্যান্ড পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য বৈঠক করেন। বৈঠকে চলতি বছর ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) শীর্ষ সম্মেনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। স্যার সাদারল্যান্ড বৈশ্বিক উন্নয়নে অভিবাসনের ইতিবাচক দিকসমূহ তুলে ধরেন। তিনি উন্নয়ন ও অভিবাসনের সম্পর্ক নিয়ে আলোচনা করেন।। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের জন্য বর্তমান সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে জিএফএমডির মাধ্যমে অভিবাসন প্রক্রিয়াকে কিভাবে আরও গঠনমূলকভাবে এগিয়ে নেয়া যায় সে স¤পর্কে আলোচনা করেন। তিনি ২০১৬ সালে জিএফএমডির সভাপতিত্বকালে আন্তর্জাতিক অভিবাসন সংক্রান্ত চ্যালেঞ্জসমূহ দূরীকরণে বাংলাদেশ আন্তরিকভাবে কাজ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ বিষয়ে স্যার পিটার সাদারল্যান্ড বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সূত্র জানায়, আজ বৃহস্পতিবার রাজধানীতে অভিবাসন নিয়ে আয়োজিত একটি সেমিনারে বক্তব্য রাখবেন স্যার পিটার সাদারল্যান্ড।
×