ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্ষতি পোষাতে ঢাবি শিক্ষকরা শুক্র-শনি ক্লাস নেবেন

প্রকাশিত: ০৮:০১, ২১ জানুয়ারি ২০১৬

ক্ষতি পোষাতে ঢাবি শিক্ষকরা শুক্র-শনি ক্লাস নেবেন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ লাগাতার কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারও ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল জনকণ্ঠকে এ তথ্য জানান। এদিন বেলা এগারোটায় শিক্ষক ক্লাবে সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তিনি। তিন ঘণ্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাকসুদ কামাল আরও বলেন, গত কয়েকদিন আমরা ক্লাস নিতে পারিনি। এতে শিক্ষার্থীদের কিছুটা হলেও ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে উঠতে শুক্র ও শনিবার ক্লাস নেয়া হবে। ছেলেমেয়েদের যেন কোন ক্ষতি না হয় সেজন্য বাড়তি ক্লাস নিয়ে ক্ষতিটা পুষিয়ে দেয়া হবে।
×