ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীর সাজা

প্রকাশিত: ০৭:৫০, ২১ জানুয়ারি ২০১৬

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীর সাজা

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটের গুঁড়া আর চক পাউডার দিয়ে তৈরি বিপুল পরিমাণ বিদেশী নামী-দামী ব্র্যান্ডের নকল রঙ ও কেমিক্যাল জব্দ হয়েছে। এক কেমিক্যাল ব্যবসায়ীকে এক বছর এবং অপর দুই ব্যবসায়ীকে এক মাস করে কারাদ- দিয়েছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম। বুধবার রাজধানীর লালবাগের শহীদনগরে বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত অভিযান চলে। আদালত জার্মানির বেয়ার কোম্পানির নামে আয়রন রেড অক্সাইড এবং ইংল্যান্ডের কয়েকটি নামীদামী কোম্পানির নামে সিমেন্ট পাউডার ও দেয়ালের রঙ নকল করে তৈরির দায়ে খাজা এন্টারপ্রাইজের মালিক মোঃ আলী হোসেনকে (৪০) এক বছর এবং একই এলাকার সাগর এন্টারপ্রাইজ ও সাথী প্রিন্ট এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মোঃ আলমাছ খান (৪৫) ও মোঃ রুবেল হোসেনকে (২৭) এক মাস করে কারাদ- দেন বিচারক। এ সময় প্রতিষ্ঠানগুলো থেকে ৩২শ’ বস্তা ভেজাল ও নকল রাসায়নিক পদার্থ জব্দ করা হয়।
×