ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কূটনীতিকদের কাছে ফের বিএনপির নালিশ

প্রকাশিত: ০৭:৪১, ২১ জানুয়ারি ২০১৬

কূটনীতিকদের কাছে ফের বিএনপির নালিশ

স্টাফ রিপোর্টার ॥ আবারও বিদেশী কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা। এ সময় তারা সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ করেছেন ঢাকায় নিযুক্ত বিদেশী কূটনীতিকদের কাছে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বিএনপি নেতা ড. আসাদুজ্জামান রিপন বলেন, সম্প্রতি দেশব্যাপী যে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, বিদেশী কূটনীতিকদের কাছে ওই নির্বাচনে অনিয়ম-কারচুপির বিষয়ে অভিযোগ তুলে ধরেছি আমরা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তাদের কাছে পৌরসভার নির্বাচনে অনিয়মের দালিলিক তথ্য-প্রমাণ উপস্থাপন করেছি। অপর এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, আমরা তাদের কাছে আমাদের কথা বলেছি। প্রথাগতভাবে বিদেশী কূটনীতিকরা কোন কমেন্টস করেন না। তবে আমরা কারচুপি-অনিয়মের বিষয়ে আমাদের অভিযোগ আমরা তুলে ধরেছি। সমসাময়িক রাজনৈতিকসহ অন্যান্য বিষয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানান রিপন। বিকেল সোয়া চারটায় বৈঠকে অংশ নেন ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, জার্মান, সুইডেন, নেদারল্যান্ডস, স্পেন, ডেনমার্ক, তুরস্ক ও কুয়েতসহ ১৪ দেশের কূটনীতিক। এছাড়া বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিনসও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, রিয়াজ রহমান, ইনাম আহমেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, আসাদুজ্জামান রিপন, প্রবীণ ও সাংবাদিক শফিক রেহমান প্রমুখ।
×