ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অধিবেশনের শুরুতে সংসদে শোক প্রস্তাব

প্রকাশিত: ০৭:৪০, ২১ জানুয়ারি ২০১৬

অধিবেশনের শুরুতে সংসদে শোক প্রস্তাব

সংসদ রিপোর্টার ॥ সরকার ও বিরোধী দলের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দশম জাতীয় সংসদের নবম (শীতকালীন) অধিবেশন শুরু হয়েছে। বুধবার বিকেলে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। প্রতিবছরের ন্যায় এবারও নতুন বছরের প্রথম এই অধিবেশনের শুরুতেই সংবিধান অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। অধিবেশন আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। রাষ্ট্রপতির প্রদত্ত ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে শুরু হওয়া এ অধিবেশন জুড়ে সাধারণ আলোচনা হবে। সরকার ও বিরোধী দলের সদস্যরা ৪৫ ঘণ্টা আলোচনা করবেন। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এই অধিবেশন আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। তবে প্রয়োজন হলে অধিবেশনের মেয়াদ স্পীকার বাড়াতে বা কমাতে পারেন। একই সঙ্গে প্রতিদিন বিকেল সাড়ে চারটায় অধিবেশন শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, আবুল হাসানাত আবদুল্লাহ, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, চীফ হুইপ আ স ম ফিরোজ এবং জাসদের মইন উদ্দীন খান বাদল। এদিকে অধিবেশনের শুরুতে স্পীকার ও ডেপুটি স্পীকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য ৫ সদস্যের সভাপতিম-লীর মনোনয়ন দেয়া হয়। স্পীকার ঘোষিত সভাপতিম-লীর সদস্যরা হলেন আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান মোল্লা, মোঃ তাজুল ইসলাম, ফখরুল ইমাম ও ডাঃ দীপু মনি। পরে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এর পরই বেজে ওঠে বিউগল। অধিবেশন কক্ষে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। তিনি স্পীকারের পাশে নির্ধারিত ডায়াসে প্রায় ৪০ মিনিট সময় দাঁড়িয়ে ভাষণ দেন। শোক প্রস্তাব ॥ অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব উত্থাপন করেন জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরী। জাতীয় সংসদে নেয়া শোক প্রস্তাবে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন মুক্তিযুদ্ধে বাঙালীর অকৃত্রিম বন্ধু লেফটেন্যান্ট জেনারেল (অব) জে এফ আর জ্যাকব, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরী, প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার সহধর্মিণী আসমা কিবরিয়া, সাবেক এমপি এবিএম আবুল কাশেম, সিএস করিম, এ কে এম নূরুল ইসলাম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবুবকর সিদ্দিক, সংসদ সচিবালয়ের প্রাক্তন সচিব আবদুল আউয়াল, ভাষা সংগ্রামী ড. সৈয়দ ইউসুফ হাসান, ভাষাসৈনিক ও গীতিকার তোফাজ্জল হোসেন, ভাষাসৈনিক কল্যাণ চৌধুরী, একাত্তরের শব্দসৈনিক রাশিদুল হোসেন, খুলনার দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক লিয়াকত আলী, বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ ড. মাহবুব হোসেন, বিশিষ্ট সাংবাদিক শওকত আনোয়ার এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলাম। এ ছাড়াও ফ্রান্সে হামলায় নিহতদের স্মরণে এবং দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করেছে। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনাও জ্ঞাপন করা হয়। শেষে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবগুলো গৃহীত হয়।
×