ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংসদ ভবনে সাক্ষাত

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বললেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭:৩৯, ২১ জানুয়ারি ২০১৬

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বললেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সংসদ ভবনে সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই সাক্ষাতকালে রাষ্ট্র ও সরকারপ্রধান দেশের সর্বশেষ পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে কথা বলেন। এ সময় সংসদে ভাষণ দেয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবনের ৭ম তলায় রাষ্ট্রপতির কার্যালয়ে যান। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সাক্ষাতকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় সংসদে ভাষণ দেয়ার জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন। জবাবে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সরকারের অব্যাহত সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভবিষ্যতে বাংলাদেশ কাক্সিক্ষত উন্নয়ন অর্জনে সক্ষম হবে। রাষ্ট্রপতি সরকারের অব্যাহত সাফল্যেও কামনা করেন বলে জানান প্রেস সচিব। প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদকে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ লাখ টাকা অনুদানের চেক হন্তান্তর করা হয়েছে। বুধবার বিকেলে জাতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সংসদ কার্যালয়ের অফিসে অসুস্থ সাংবাদিক আলতাফ মাহমুদের ছেলে আসিফ মাহমুদের হাতে চেকটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিতি ছিলেন বিএফইউজে মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাবৃন্দরা। অনুদানের চেক হস্তান্তরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ আলতাফ মাহমুদের চিকিৎসার খোঁজখবর নেন ও তাঁর আশু আরোগ্য কামনা করেন।
×