ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দারিদ্র্য বিমোচনে জাতিসংঘের গড়া একটি দলে নাম লিখিয়েছেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি ;###;এখানে তিনি জুটি বাঁধবেন পপ তারকা শাকিরার সঙ্গে

জুটিবদ্ধ হচ্ছেন মেসি-শাকিরা!

প্রকাশিত: ০৭:২৯, ২১ জানুয়ারি ২০১৬

জুটিবদ্ধ হচ্ছেন মেসি-শাকিরা!

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনার স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে সুখেই সংসার করছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তারকা এ দম্পতির ঘর আলো করে ইতোমধ্যে এসেছে দুই সন্তান। শাকিরাতো গত বছর জানিয়েই দিয়েছেন, তাদের লক্ষ্য ফুটবল টিম বানানো! তবে আপাতত পিকের স্ত্রী শাকিরাকে ব্যস্ত থাকতে হচ্ছে বর্তমান সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে! অনেকেই হয়তো ভাবছেন, এ দু’জনের মধ্যে মনের আদান-প্রদান চলছে। আসলে তা নয়। মেসি ও শাকিরা জুটিবদ্ধ হচ্ছেন মহতি একটি উদ্যোগে। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে জাতিসংঘের গড়া একটি দলে নাম লিখিয়েছেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি। এখানে তিনি জুটি বাধবেন পপ তারকা শাকিরার সঙ্গে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, শিক্ষা ও চিকিৎসা সেবার বিশ্বজনীন অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতিসংঘ। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য জাতিসংঘের পক্ষে কাজ করবেন মেসি ও শাকিরা। এ সময়ের জনপ্রিয় এই দুই তারকা ছাড়াও আরও ১৫ জন নাম লিখিয়েছেন জাতিসংঘের এই উদ্যোগের সঙ্গে। ২০১০ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করছেন মেসি। শিশুমৃত্যুর হার কমানো, অপুষ্টি দূরীকরণের জন্য প্রায়শই বিভিন্ন প্রচারণায় অংশ নিতে দেখা যায় আর্জেন্টাইন অধিনায়ককে। সম্প্রতি বাংলাদেশ, নেপাল ও ইন্দোনেশিয়াসহ বিশ্বের একাধিক দেশের নিরক্ষর শিশুদের স্কুলগামী করার জন্য জাতিসংঘের একটি প্রকল্পের প্রচারে অংশ নেন মেসি। এছাড়া বিশ্বব্যাপী পরিবেশগত বিপর্যয়ের কারণে জীববৈচিত্র্যের প্রতি যে হুমকি রয়েছে সেটি সম্পর্কে সচেতনতামূলক প্রচারণার জন্য মেসিকে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেয় জাতিসংঘ। এবার নিশ্চয়ই পিকেকে দুশ্চিন্তা করতে হচ্ছে না। তারকা এই ডিফেন্ডার হয়তো আরও সন্তানের দিকে মনোযোগী হবেন! ‘আমি খুশি হব যদি জেরার্ড ও আমি আট বা নয় সন্তানের বাবা-মা হতে পারি। আমাদের একটা নিজস্ব ফুটবল টিম হবে!’ অনেকটা মজা করে রোমাঞ্চ জাগানিয়া এই কথাগুলো ২০১৫ সালের এপ্রিলে বলেছিলেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। পিকের দুই ছেলের মা হওয়ার পর এমন মন্তব্য করেন ৩৯ বছর বয়সী শাকিরা। প্রায়ই বার্সিলোনার ম্যাচে দুই ছেলেশিশু মিলান ও শাশাকে নিয়ে মাঠে আসেন কলম্বিয়ান পপ তারকা। ২০১৩ সালের জানুয়ারিতে প্রথমবার পিতৃত্বের স্বাদ পান বার্সিলোনার স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকে। তার বান্ধবী বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা জন্ম দেন ফুটফুটে একটি ছেলে সন্তান। এখনও পিকেকে বিয়ে না করলেও শাকিরারও এটা প্রথম সন্তান। প্রথম সন্তানের নাম রাখা হয়েছে মিলান পিকে মেবারক। জন্মের সময় শিশুটির ওজন ছিল ছয় পাউন্ড ছয় আউন্স (তিন কেজি)। ঘর আলো করে নতুন অতিথি আসায় বেজায় খুশি ছিলেন পিকে-শাকিরা। এরপর ঠিক দুই বছর পর তাদের ঘর আলো করে এসেছে শাশা। এখন আদুরে দুই ছেলেকে নিয়েই বেশিরভাগ সময় অতিবাহিত হচ্ছে সেলিব্রিটি এ জুটির। দুনিয়া জুড়ে তাদের ভক্ত-সমর্থকরাও রোমাঞ্চিত। এতদিন তারা নতুন অতিথিসহ পুরো পরিবারের ছবি দেখার জন্য মুখিয়ে ছিলেন। ইতোমধ্যে সেটা পূরণও হয়েছে। তিন বছর আগে শাকিরা বলেছিলেন, সে (মিলান) শুধু বাবাকেই পছন্দ করে। শিশু মিলান বার্সিলোনার সদস্য হয়ে বেড়ে উঠছে। বাবার মতো মিলানও জন্মের সঙ্গে সঙ্গেই বার্সিলোনা ফুটবল ক্লাবের সদস্য হয়ে গেছে! দ্বিতীয় ছেলে শাশাকে প্রথমবার জনসম্মুখে আনার পরও একই কথা বলেন শাকিরা। আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের ছেলে এ্যান্টোনিও ডিলা রুয়া ও শাকিরা তাদের ১১ বছরের রোমাঞ্চের ইতি টানেন ২০১০ সালে। ওই বছরই বয়সে ১০ বছরের ছোট জেরার্ড পিকের সঙ্গে শাকিরার প্রথম পরিচয়। তারপর প্রেম। ২০১১ সালের মার্চে পিকের সঙ্গে প্রেমের বিষয়টি প্রথমবারের মতো জনসমক্ষে স্বীকার করেন শাকিরা। তিনি অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেন ২০১২ সালের সেপ্টেম্বরে।
×