ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিন্যান্স ও ব্যাংকিং

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৫:৪৩, ২১ জানুয়ারি ২০১৬

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ২৫. ভবিষ্যতে একটি কোম্পানি কী পরিমাণ লভ্যাংশ দিবে তা কিসের ওপর নির্ভর করে? ক) ভবিষ্যতের বিনিয়োগের উপর খ) কোম্পানির ইচ্ছার উপর গ) ভবিষ্যতে অর্জিত মুনাফার উপর ঘ) ম্যানেজারের উপর ২৬. ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কিত প্রযোজ্য উক্তি হলো- র. বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করা অনিশ্চয়তা কমানো সম্ভব রর. ঝুঁকি পরিমাপযোগ্য বলে ব্যবসায় প্রতিষ্ঠান একে কমানোর পদক্ষেপ গ্রহণ করতে পারে ররর. অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাই ঝুঁকি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৭. ক্রেতা নির্দিষ্ট সময় পরে বিক্রেতাকে অর্থ পরিশোধের যে অঙ্গীকার করে তাকে কী বলে? ক) চুক্তিপত্র খ) চালান গ) ভাউচার ঘ) বিনিময় বিল ২৮. মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে- র মেয়দকে ১২ দিয়ে গুণ করতে হয় রর সুদের হারকে ১২ দিয়ে ভাগ করতে হয় ররর মেয়াদকে ১২ দিয়ে ভাগ করতে হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৯. লভ্যাংশ১ শেয়ার মূল্য০ এবং লভ্যাংশ বৃদ্ধির হার দ্বারা সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় হয়- র মূল্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে রর স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে ররর একক লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩০. মি. সাজ্জাদ কীভাবে স্বল্পমূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থসংস্থান করে সঠিক বিনিয়োগের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করে পর্যাপ্ত মুনাফা অর্জন করতে পারে? ক) উচ্চশিক্ষা অর্জন করে খ) অধিক তহবিল সংগ্রহ করে গ) অর্থায়ন ব্যবস্থাপনাবিষয়ক জ্ঞান দিয়ে ঘ) অধিক জনশক্তি ব্যবহার করে ৩১. দৈনন্দিন খরচ নয়- র যন্ত্রপাতি ক্রয় রর বেতন প্রদান ররর ভাড়া প্রদান নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ৩২. বড় ব্যবসায় প্রতিষ্ঠনগুলো অর্থসংস্থান করে- র শেয়ার বিক্রয়ের মাধ্যমে রর প্রাইজবন্ড বিক্রয়ের মাধ্যমে ররর ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৩. মেয়াদকাল বা বছর সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? ক) স খ) হ গ) র ঘ) চঠ ৩৪. অর্জিত মুনাফা হতে কী বাদ দিয়ে তহবিলের উৎস নির্ধারণ করা হয়? ক) উত্তোলনের সুদ খ) মূলধনের সুদদ গ) প্রাপ্য বিল ঘ) ঋণের সুদ ৩৫. ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কিত প্রযোজ্য উক্তি হলো- র. বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করে অনিশ্চয়তা কমানো সম্ভব রর. অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাই ঝুঁকি ররর. ব্যবসায় প্রতিষ্ঠান ঝুঁকি কমানোর পদক্ষেপ গ্রহণ করতে পারে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৬. সাধারণত কোম্পানি নিয়মিত নগদ প্রবাহ দিয়ে প্রতি বছর কী প্রদান করে থাকে? ক) মূলধন খ) বাহ্যিক ঋণ মুলধন গ) সুদ ঘ) আর্থিক ৩৭. নাজমুল সাহেব শপিং শেষ করে টাকা পরিশোধ করেন ব্যাংক চেকের মাধ্যমে । এখানে ব্যাংক চেক কী হিসেবে ব্যবহৃত হয়েছে? ক) বিনিময়ের মাধ্যমে খ) মূল্যের পরিমাপক গ) মূল্য স্থানান্তরের বাহন ঘ) তারল্যের মান সঠিক উত্তর: ২৫. (গ) ২৬. (ঘ) ২৭. (ঘ) ২৮. (ক) ২৯. (খ) ৩০. (গ) ৩১. (ক) ৩২. (খ) ৩৩. (খ) ৩৪. (ঘ) ৩৫. (গ) ৩৬. (গ) ৩৭. (ক)
×