ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আসমা সুমি

অন্যরকম মাধবন

প্রকাশিত: ০৫:৪০, ২১ জানুয়ারি ২০১৬

অন্যরকম মাধবন

বরাবরই একটু আলাদা ঘরানার চরিত্রে অভিনয় করে থাকেন এই অভিনেতা। সেই ‘রেহেনা হ্যায় তেরে দিল মে’ থেকে শুরু বলিউডে সফল জয়যাত্রা, তারপর ‘থ্রি-ইডিয়টস’, ‘তন্নু ওয়েডস মন্নু’ ছবিতে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন এই অভিনেতা। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক, লেখক ও উপস্থাপক হিসেবে সফল হয়েছেন। দক্ষিণী ছবি দিয়ে ক্যারিয়ার শুরু, বর্তমানে বলিউডেও বেশ জনপ্রিয়। তিনি আর কেউ নন, মাধবন। অন স্ক্রিনে তাকে আমরা ভদ্র, শান্ত যুবকের ভূমিকাতেই বেশি দেখতে পাই। কিন্তু এবার আমরা তাকে পরবর্তী ছবিতে একটু অন্যরকম ভূমিকাতে পেতে চলেছি। বলছি তার নতুন ছবি ‘শালা খারুশ’ এর কথা, এই ছবিতে তাকে দেখা যাবে ‘মাচো লুক’-এ। এমন লুকে দেখতে হলে দর্শকদের অপেক্ষা কেবল ২৯ জানুয়ারি পর্যন্ত। বলিউডে ‘চাক দে’ ঘরানার স্পোর্টস ছবি খুব বেশি হয়নি। তবে হাফফিলের ব্রাদারে’র পর এবার উঠতি বক্সারের কাহিনী নিয়ে আসছে ‘শালা খারুশ’। ছবির জন্য নিজেকে আমূল বদলে ফেলেছেন মাধবন। নায়কসুলভ রোম্যান্টিক ইমেজ বদলে এবার রাফ-টাফ লুকে হাজির হয়েছেন ক্যামেরার সামনে। এখানে একরোখা, মেজাজি বক্সিং কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো, এ ছবির জন্য মাধবনের বাইসেপস না কি ১৮.৫ ইঞ্চি করেছেন। ‘তন্নু ওয়েডস মন্নু রিটার্নস’-এর জন্য তাকে অনেকটা ওজন কমাতে হয়েছিল, কিন্তু এ ছবির জন্য অনেকটা ওজন বাড়াতে হয়েছিল তাকে। শালা খারুশ এ অভিনয়ের প্রয়োজনে চেহারাটা একটু অন্যভাবে তৈরি করতে হয়েছে তাকে এ জন্য বেশ কসরত করতে হয়েছিল তাকে। ভাবা যায় ১৮.৫ বাইসেপস, তাও শুধু নিরামিষ খাবার খেয়ে। আর তাই তো তিনিও এখন বলিউডের এ্যাকশন হিরোদের তালিকায়। পরিচালক সুধা কোঙ্গারা চরিত্রের জন্য কোন অভিনেত্রীকে বেছে নেননি, বরং বেছে নিয়েছেন গল্পের চরিত্রের মানুষটিকেই। আর মাধবনের সঙ্গে প্রথমবারের মতো ক্যামেরার সামনে হাজির হলেন জাতীয় স্তরের কিক-বক্সার রিতিকা সিং তাও আবার নায়িকা হয়েই। এ ছবিতেই রিতিকা সিংহের হাতেখড়ি নায়িকা হিসেবে। বক্সিং নিয়ে ছবির কাহিনী নির্মিত। তবে এই ছবির নায়িকার মতোই তামিল ছবির পরিচালক সুধা কোঙ্গারারও বলিউডে যাত্রা শুরু হচ্ছে পরিচালক হিসেবে। তামিল-হিন্দী এই বাইলিঙ্গুয়াল ছবিতে প্রযোজনা করেছেন আর মাধবন, রাজ কুমার হিরানি, এস শসিকান্তসহ অনেকে। ছবিটির গল্পকার সুধা কোঙ্গারা। প্রযোজনা প্রতিষ্ঠান ইউটিভি মোশন। ছবিটির সঙ্গিতায়োজন করেছেন সান্তোশ নারায়ণ। গত ২ জানুয়ারি হিন্দী ভার্সনের এ্যালবাম মুক্তি পেয়েছে আর ৪ জানুয়ারি তামিল ভার্সনের এ্যালবাম মুক্তি পেয়েছে। ছবিটি তামিল ও হিন্দী দুই ভাষায় তৈরী করা হয়েছে। আর একই দিনে এক যোগে বলিউড ও দক্ষিণে মুক্তি পাবে ছবিটি। ছবিটির দক্ষিণী নাম রাখা হয়েছে ইরুদি শত্রু। পোঙ্গলে মাতল টিম খারুশ। তামিল নববর্ষ পোঙ্গলে ছবির প্রচারে হাজির হয়েছেন রাজ কুমার হিরানি, মাধবন, রিতিকা তাও আবার দক্ষিণের ট্র্যাডিশনাল লুকে। পোঙ্গলে অংশ নিতে পেরে দারুণ উচ্ছ্বসিত ছবির কলাকুশলীরা। বর্তমানে ছবির প্রচারে নিয়মিত অংশ নিচ্ছেন ছবির কলাকুশলীরা। বলিউডপাড়ায় মাধবনের এমন লুক দেখার অধীর আগ্রহে রয়েছেন দর্শকরা। ইতোমধ্যে বলিউডপাড়ায় ছবিটি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। আর মাধবনকে এমন মাচো লুকে দেখতে হলে দর্শকদের অপেক্ষা কেবল ২৯ জানুয়ারি পর্যন্ত।
×