ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোস্যাল সাইট থেকে

প্রকাশিত: ০৫:৩৯, ২১ জানুয়ারি ২০১৬

সোস্যাল সাইট থেকে

আফরান নিশো স্ক্রিপ্টের হার্ডকপিও দেয় না। পিডিএফ মেইল করে। সেলফোনেই কষ্ট করে স্ক্রিপ্ট পড়তে হচ্ছে। হায়রে ডিরেক্টর! দেরিতে এসে আমাকে হার্ডকপি দেয়। ফেলে দিলাম বিছানায়। কষ্ট করে সেলফোনেই পড়বো। হায়রে ডিরেক্টর! ঈশিকা খান কাউকে নিয়ে কিছু লেখা এভাবে ফেসবুকে ঠিক না। কিন্তু মাঝে মাঝে কিছু সস্তা মানুষের সস্তা কাজ দেখে কিছু না বলেও পারি না। তাই স্ট্যাটাস দিয়ে দিলাম। ছোট থেকে হুট করে একটু ওপরে উঠলে, একটু বিখ্যাত হলে, যা পাওয়ার না তা পেয়ে গেলে, তাদের পা কি আর মাটিতে থাকে? তারা প্লেবয় হওয়ার সঙ্গে সঙ্গে পেশা নিয়ে খেলা শুরু করে। সোনাক্ষি সিনহা এমন কিছু সময় আসে, যখন নিজের কথা ভাবাটা খুব জরুরি হয়ে পড়ে। আর তখন বাইরের সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রয়োজন পড়ে। তাই টুইটার থেকে কিছুদিনের জন্য ছুটি নিলাম।
×