ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে পাঁচ খুন

দু’একদিনের মধ্যে রহস্য উদ্ঘাটনের আশা পুলিশের

প্রকাশিত: ০৫:৩৭, ২১ জানুয়ারি ২০১৬

দু’একদিনের মধ্যে রহস্য উদ্ঘাটনের আশা পুলিশের

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২০ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জ ৫ খুনের ঘটনায় রিমান্ডের আসামি মাহফুজ ও নাজমা বেগমের দেয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। আগামী দু’একদিনের মধ্যেই গণমাধ্যমে ভাল কিছু তথ্য দেয়া যাবে বলে আশা করছেন মামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্টরা। জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, ৫ খুনের ঘটনায় মামলার এজাহারে অভিযুক্ত ৭ দিনের রিমান্ডে থাকা নিহত তাসলিমার স্বামী মামলার বাদী শফিকুল ইসলামের ভাগ্নে মাহফুজ ও ঢাকার কলাবাগান এলাকার নাজমা বেগমকে ৫ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল খায়ের জানান, মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে এখন অনেক কিছু প্রকাশ করা সম্ভব নয়। আমরা আশা করছি দু’একদিনের মধ্যে ভাল কিছু জানাতে পারব। এ বিষয়ে জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন জানান, আমরা মামলার তদন্তের খুব কাছাকাছি চলে এসেছি। শীঘ্রই হত্যাকা-ের রহস্য উদঘাটন করে খুনীদের চিহ্নিত করা সম্ভব হবে। গত ১৬ জানুয়ারি রাতে শহরের ২নং বাবুরাইল এলাকার একটি বাড়িতে একই পরিবারের তাসলিমা বেগম, মেয়ে সুমাইয়া, ছেলে শান্ত, তাসলিমার জা লামিয়া ও তাসলিমার ভাই মোরশেদুল ওরফে মোশারবকে নৃশংসভাবে খুন করা হয়। এ ঘটনায় ১৭ জানুয়ারি নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম একটি মামলা দায়ের করে।
×