ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোকেন মামলা

আমদানিকারক প্রতিষ্ঠান প্রধানের রিমান্ড বহাল

প্রকাশিত: ০৫:৩৬, ২১ জানুয়ারি ২০১৬

আমদানিকারক প্রতিষ্ঠান প্রধানের রিমান্ড বহাল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সানফ্লাওয়ার অয়েল ঘোষণায় আমদানি করা তরল কোকেন আটকের মামলায় আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স খান জাহান আলী গ্রুপের চেয়ারম্যান নুর মোহাম্মদের রিমান্ড বাতিল চেয়ে করা আবেদন খারিজ হয়েছে। বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোঃ শাহে নূর এ আদেশ প্রদান করেন। ফলে এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আগে মঞ্জুর হওয়া ৩ দিনের রিমান্ড বহাল রইল। গত ১৭ জানুয়ারি চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলীর আদালত এই রিমান্ড মঞ্জুর করেছিলেন। আদালত সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদের জন্য মঞ্জুর হওয়া ৩ দিনের রিমান্ড বাতিলের জন্য আবেদন করেছিলেন আসামি নুর মোহাম্মদ। আবেদনের শুনানি শেষে রিমান্ড স্থগিত করে আদালত। বুধবার শুনানি শেষে আবেদনটি নাকচ হয়ে যায়।
×