ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘আলোকোজ্জ্বল নখ’

প্রকাশিত: ০৫:৩৪, ২১ জানুয়ারি ২০১৬

‘আলোকোজ্জ্বল নখ’

জাপানের টোহকো কোম্পানি শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য পণ্য উৎপাদন করে থাকে। কোম্পানিটি এবার নারীদের কৃত্রিম নখের মতো সাধারণ ব্যবহার্য জিনিস তৈরির দিকে নজর দিয়েছে। তবে তারা যেটি তৈরি করেছে তা সাধারণ কৃত্রিম নখ বা ফলস্্ নখ নয়, এলইডি সজ্জিত ইলেকট্রনিক ‘লুমিনাস নেইল’। সাদা, লাল ও সবুজ এই তিনটি রংয়ের লুমিনাস নেইল এসেছে বুধবার থেকে টোকিওতে শুরু হতে যাওয়া ইন্টারন্যাশনাল জুয়েলারি ফেয়ারে। রিচার্জেবল নেইল চিপগুলো ম্যানিকিউরের কাজটিও সরাসরি করে দেবে। প্রদর্শনীটি চলবে শনিবার পর্যন্ত। -এএফপি
×