ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইজিবাইকের সোলার চার্জিং স্টেশন উদ্বোধন কাল

প্রকাশিত: ০৫:২৬, ২১ জানুয়ারি ২০১৬

ইজিবাইকের সোলার চার্জিং স্টেশন উদ্বোধন কাল

স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রথম ইজিবাইকের সোলার চার্জিং স্টেশনের উদ্বোধন হতে যাচ্ছে। রাজধানী ঢাকার কেরানীগঞ্জে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) চার্জিং স্টেশনটি নির্মাণ করেছে। প্রাথমিকভাবে এক সঙ্গে ২০ থেকে ২২ ইজিবাইকের ব্যাটারি চার্জ দেয়া যাবে। সারাদেশে গ্রিডের বিদ্যুতের ওপর চাপ কমাতে সরকার পরীক্ষামূলকভাবে বিতরণ কোম্পানির নিজস্ব অর্থায়নে সোলার চার্জিং স্টেশন স্থাপনের উদ্যোগ নেয়। এই উদ্যোগের প্রথম চার্জিং স্টেশন উদ্বোধন হতে যাচ্ছে শুক্রবার। আরইবি সূত্র জানায়, চার্জিং স্টেশনটি নির্মাণে নিজস্ব তহবিল থেকে ৫০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। কেরানীগঞ্জের রুহিতপুরের সানি ফিলিং স্টেশনের ওপর এটি স্থাপন করা হয়েছে। এখানে কোন জমির প্রয়োজন হয়নি। ফিলিং স্টেশনটির ছাদ ভাড়া নিয়ে চার্জিং স্টেশনটি স্থাপন করা হয়েছে। গত ১০ দিন পরীক্ষামূলকভাবে স্টেশন থেকে ইজিবাইক চার্জ দেয়া হচ্ছে। ঢাকা পল্লী বিদ্যুত সমিতি-২ এর জিএম মোঃ রবিউল হোসেন বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা ইজিবাইকের কাছ থেকে ৫০ টাকা করে নিচ্ছি। গত কয়েকদিন ধরে আমরা পরীক্ষামূলকভাবে চার্জিং স্টেশনটি চালাচ্ছি। তাতে কোন সমস্যার কথা কেউ বলছে না। তবে রোদ ভাল থাকলে ব্যাটারিতে চার্জ ভাল হয়। তিনি জানান, সারাদিন ইজিবাইক চালানোর পর রাতে এখানে চালকরা ইজিবাইক নিয়ে আসেন। আমাদের ব্যাটারিতে ধরে রাখা সৌর বিদ্যুত তাদের ব্যাটারিতে দেয়া হয়। গ্রিডবহির্ভূত এলাকায় বাসাবাড়ি থেকে শুরু করে সেচে সোলার বিদ্যুতের ব্যবহারের পর এবার ইজিবাইকেও সৌর বিদ্যুতের সংযোজন হলো। তবে পর্যায়ক্রমে এই সুবিধা সম্প্রসারিত হলে ব্যাপক কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে। সরকার চাইছে উদ্যোক্তাদের আকৃষ্ট করতে। যাতে সারাদেশে এই প্রক্রিয়া ছড়িয়ে দেয়া যায়। সহজশর্তে ঋণের ব্যবস্থা করারও সুপারিশ করা হয়েছে এই প্রকল্পে।
×