ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে শীত জেঁকে বসেছে

প্রকাশিত: ০৫:২৫, ২১ জানুয়ারি ২০১৬

বৃষ্টিতে শীত জেঁকে বসেছে

স্টাফ রিপোর্টার ॥ বৃষ্টি, ঘন কুয়াশা ও ঠা-া বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা বাড়লেও বুধবার দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হ্রাস পেয়েছে। শীত বেড়ে যাওয়ার এটিও অন্যতম কারণ। আবহাওয়াবিদরা বলছেন, শীতের এই তীব্রতা বেশিদিন থাকবে না। বৃষ্টি কমে গেলেই এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। ঘন কুয়াশার কারণে জলীয় বাষ্প উপরে উঠতে পারছে না। সূর্যের তাপ না থাকায় শুকাতে পারছে না ভূ-পৃষ্ঠের উপরিভাগ। এর মধ্যে লঘুচাপের প্রভাবে বুধবার রাজধানীসহ দেশের বেশ কয়েকটি জেলায় হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিফদতর। এ বিষয়ে বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা বজলুর রশিদ বলেন, দেশের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হচ্ছে। কিছু কিছু এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। এ পরিস্থিতি আরও কিছু দিন থাকতে পারে। মূলত বৃষ্টিপাত হওয়ায় এলাকার আশপাশের এলাকাগুলোতে ঠা-া বাতাস বইছে। বৃষ্টি কমে গেলে এ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানান বজলুর রশিদ। ঢাকা, রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, টাঙ্গাইল, গাইবান্ধা, নওগাঁ, বদলগাছি, তাড়াশ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ডিমলা, রাজারহাট ও ময়মনসিংহে হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। ঘন কুয়াশা বিরাজ করেছে ঢাকায়ও। বেলা ১১টার দিকে একটু রোদেলা পরিবেশের আভাস মিললেও কুয়াশার কারণে দেখা মেলেনি সূর্যের। বৃষ্টির কারণে খুলনায় বাংলাদেশ-জিম্বাবুইয়ে টি- টোয়েন্টি ম্যাচ বন্ধ ছিল কিছুক্ষণ। আবহাওয়া অধিদফতরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মোঃ রাশেদুজ্জামান বুধবার জনকণ্ঠকে জানান, বাতাসে আর্দ্রতা বেশি হওয়ায় (৮১ শতাংশ) ও পূবালী লঘুচাপের কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় মঙ্গলবার হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়। বুধবারও তা হয়েছে। এর প্রভাবে রাতে কোথাও কোথাও তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বৃহস্পতিবারও এমন আবহাওয়া বিরাজ করতে পারে। তবে এখন কোথাও শৈত্যপ্রবাহ নেই। আগামীকাল রাত থেকে তাপমাত্রা কমবে। বৃহস্পতিবার থেকে কয়েকদিন জেঁকেও বসতে পারে শীত। কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে। স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে বঙ্গোপসাগরে। পূবালী লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বৃহস্পতিবার রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবারের সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানান মোঃ রাশেদুজ্জামান। আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, ঘন কুয়াশা, দিনের তাপমাত্রা হ্রাস এবং ঠা-া বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশায় উপরে উঠতে পারছে না জলীয় বাষ্প। শিশিরভেজা মাটির শুকিয়ে যাওয়ার সুযোগ থাকছে না। মাঝে মধ্যে সূর্যের মুখ দেখা গেলেও উত্তাপ থাকে না। দিনের অধিকাংশ সময় কুয়াশার চাদরে মোড়ানো থাকে আকাশ। এই মাসে শীত অনুভূত হওয়াটাই স্বাভাবিক। এটি শীতের স্বাভাবিক বৈশিষ্ট্য বলে জানান আবহাওয়াবিদরা। বৃষ্টির পর হঠাৎ করেই বেড়ে গেছে শীতের তীব্রতা। তবে বিষয়টি অস্বাভাবিক কিছু নয়। মাঘ মাসে তীব্র শীত অনুভূত হয়েই থাকে।
×