ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগে জয়

ক্ষমা চেয়ে জরিমানা অর্ধেক কমাল আরামবাগ

প্রকাশিত: ০৪:৪১, ২১ জানুয়ারি ২০১৬

ক্ষমা চেয়ে জরিমানা অর্ধেক কমাল আরামবাগ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রবাদে আছে ‘ঠেলার নাম বাবাজি।’ আরামবাগ ক্রীড়া সংঘের এখন তেমনই দশা। আইনী লড়াইয়ে সুবিধে করতে না পেরে পিছু হটেছে তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে ভাংচুরের ঘটনায় ক্ষমা চেয়ে জরিমানার টাকা কমানোর এবং ম্যাচ খেলার অনুমতি চেয়ে আবেদন করেছে আরামবাগ। বুধবার কার্যনির্বাহী কমিটির সভায় ক্লাবটির জরিমানার ৩০ লাখ টাকা কমিয়ে ১৫ লাখ টাকা করেছে বাফুফে। মিনিস্টার ফ্রিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে পুলিশ এ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে খেলা এক ম্যাচকে কেন্দ্র করে গত বছরের ২২ ডিসেম্বর বাফুফে ভবনে হামলা ও ব্যাপক ভাংচুর করেছিল কয়েক ’শ উগ্র আরামবাগের সমর্থক। তাদের সঙ্গে ক্লাবটির কিছু কর্মকর্তাও জড়িত ছিলেন। ঘটনায় আরামবাগ ক্রীড়া সংঘকে ৩০ লাখ টাকা জরিমানা এবং চ্যাম্পিয়নশিপ লীগে খেলা অবৈধ ঘোষণা করেছিল বাফুফে। বাফুফের এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আরামবাগ ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক এজাজ মো. জাহাঙ্গীর হাইকোর্টে রিট দায়ের করেছিলেন। রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ৪ জানুয়ারি হাইকোর্ট আরামবাগের শাস্তি এবং জরিমানা স্থগিত করে। ফলে চ্যাম্পিয়নশিপ লীগে খেলতে আরামবাগের কোন বাধা ছিল না। কিন্তু পরবর্তীতে হাইকোর্ট তাদের এই রিট খারিজ করে দেয় এবং বাফুফের সিদ্ধান্তই সঠিক বলে রায় প্রদান করে। ফলে ২০ জানুয়ারি আরামবাগকে জরিমানার ৩০ লাখ টাকা দিয়েই মাঠে নামতে হতো। যদি সেই টাকা তারা না দিত তবে ম্যাচে খেলা সম্ভব হতো না ক্লাবটির। আর ম্যাচ না খেলতে পারলে তাদের অবনমিত হতে হতো চ্যাম্পিয়নশিপ লীগ থেকে। শেষে অবস্থা বেগতিক দেখে বাফুফের সঙ্গে আইনী লড়াইয়ে টিকতে না পেরে আরামবাগ ক্লাবের পক্ষ থেকে সাধারণ সম্পাদক এজাজ মো. জাহাঙ্গীর ক্ষমা চেয়ে জরিমানার অর্থ মওকুফ এবং ২০ জানুয়ারি ম্যাচ খেলতে দেয়ার অনুমতি চেয়ে চিঠি দেন। কার্যনিবাহী কমিটির সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী জানান, ‘বাফুফের কাছে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে আরামবাগ। জরিমানার টাকার আংশিক ১০ লাখ টাকার একটি চেকও দিয়েছে তারা। তাছাড়া চিঠিতে উল্লেখ রয়েছে ভবিষ্যতে এ ধরনের কোন কর্মকা- ঘটালে তারা বাফুফে কর্তৃক যে কোন ধরনের কঠিন শাস্তি মাথা পেতে নেবে।’ আরামবাগের আবেদনের প্রেক্ষিতে জরিমানার টাকা ৩০ লাখ থেকে কমিয়ে ১৫ লাখ টাকা করা হয়। বুধবার চ্যাম্পিয়নশিপ লীগে ম্যাচ খেলার অনুমতিও দেয়া হয়। কমলাপুর স্টেডিয়ামে সে ম্যাচে আরামবাগ ১-০ গোলে অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাবকে হারায়। জয়ী দলের পলাশ ম্যাচের ২১ মিনিটে জয়সূচক ও একমাত্র গোলটি করেন।
×