ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্চে শেরেবাংলা কাপ ফুটবল

প্রকাশিত: ০৪:৪১, ২১ জানুয়ারি ২০১৬

মার্চে শেরেবাংলা কাপ ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নিয়মিত সভা বাফুফে ভবনের বোর্ড রুমে কমিটির সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে চারটি সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হলো : ১. ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ২০১৬’-এর আগামীকাল শুক্রবার বাহরাইন বনাম নেপাল ফুটবল দলের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে খেলা উপভোগ ও খেলা শেষে পুরস্কার বিতরণ করার সম্মতি জ্ঞাপন করেছেন, ২. গত ২২ ডিসেম্বর ২০১৫ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘ বনাম বাংলাদেশ পুলিশ এসি’র খেলা শেষে ওই স্টেডিয়ামে ভাংচুর এবং বাফুফে ভবনে ভাংচুরের বিষয়ে আরামবাগ ক্রীড়া সংঘ বাফুফের নিকট নিঃশর্ত ক্ষমা চেয়েছে এবং জরিমানার অর্থ কমানোর জন্য আবেদন করার প্রেক্ষিতে বাফুফে কর্তৃক জরিমানার অর্থ কমিয়ে ১৫ লাখ টাকা নির্ধারণ করা হয়, ৩. বাফুফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের তারিখ আগামী ১ মার্চ নির্ধারণ করা হয়, ৪. আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ‘শেরে বাংলা কাপ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৬’ অনুষ্ঠিত হবে। রবি ফাস্ট বোলার হান্ট স্পোর্টস রিপোর্টার ॥ রবি সুপার ফাস্ট ইন্টারনেটের সৌজন্যে সারাদেশ থেকে ফাস্ট বোলার খুঁজে বের করার অংশ হিসেবে বুধবার কুমিল্লা ও কক্সবাজারে রবি ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ও সিলেটের মতোই তরুণ ফাস্ট বোলাররা আগামী দিনের বোলিং তারকা হয়ে উঠার প্রত্যাশায় স্টেডিয়ামের বাইরে লাইন ধরেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও স্পন্সর কোম্পানি রবি’র উদ্যোগে কার্যক্রমটি চলছে। কুমিল্লার ক্যাম্পেইন উদ্বোধন করেন ডেপুটি কমিশনার হাসানুজ্জামান কল্লোল ও বিসিবি ডিরেক্টর মোহাম্মদ জালাল ইউনুস। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কুমিল্লায় ১ হাজার ১৭৯ জন নিবন্ধন করেছিলেন। যাচাই বাছাই শেষে ৪৮৬ জনকে যোগ্য প্রতিযোগী হিসেবে নির্বাচন করা হয়। কুমিল্লায় দুইজন মেয়ে বোলারও ছিলেন। কুমিল্লা থেকে প্রাথমিকভাবে মোট ৩ জন প্রতিযোগীকে বাছাই করা হয়েছে। প্রতিযোগীদের মধ্য কুমিল্লায় সর্বোচ্চ ঘণ্টায় ১৩২ কিলোমিটার গতি রেকর্ড করা হয়েছে। কক্সবাজারে ৭১৩ জন ফাস্ট বোলার অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন। এর মধ্যে ২৫৭ জনকে যোগ্য প্রতিযোগী হিসেবে নির্বাচন করা হয়।
×