ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অলিম্পিক স্বর্ণপদকে চোখ শারাপোভার

প্রকাশিত: ০৪:৩৯, ২১ জানুয়ারি ২০১৬

অলিম্পিক স্বর্ণপদকে চোখ শারাপোভার

স্পোর্টস রিপোর্টার ॥ লন্ডন অলিম্পিকের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন মারিয়া শারাপোভা। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে হেরে যান তিনি। চিরপ্রতিদ্বন্দ্বী সেরেনা উইলিয়ামসের কাছে হেরে রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। চার বছর পর আবারও বসতে যাচ্ছে ক্রীড়াজগতের মহাযজ্ঞ অলিম্পিক আসর। অলিম্পিকের এবারের আসর বসবে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে। তবে ইংলিশদের গর্বের নগরী লন্ডন অলিম্পিকে জিততে না পারার আক্ষেপ এবার রিওতে ঘোচাতে চান তিনি। এ বিষয়ে রাশিয়ান টেনিসের গ্লামারগার্ল বলেন, ‘আশাকরি রিওতে যাচ্ছি আমি। অবশ্যই প্রত্যাশা করছি টুর্নামেন্টের সর্বোচ্চ পদকটাই জিতব।’ অলিম্পিকে খেলার স্বপ্ন থাকে সব এ্যাথলেটদেরই। ক্রীড়াজগতের মহাযজ্ঞে পারফর্ম করার অভিজ্ঞতা লাভ করতে পারাটাও গর্বের। শারাপোভা নিজেও মনে করেন এটা তার জন্য বিশাল এক সম্মানের। উদ্বোধনী অনুষ্ঠানের আগে অলিম্পিক ভিলেজে যাওয়ার সুযোগ পাওয়া এবং সেখানে কয়েক ঘণ্টা থেকে সকল এ্যাথলেটদের সাথে থাকতে পারার অভিজ্ঞতা সত্যিই দারুণ এবং বিশেষ সম্মানের।’ ২০১২ অলিম্পিকে আমেরিকান কিংবদন্তি সেরেনার কাছে হেরে গিয়েছিলেন তিনি। এবারও তার বড় বাধা হতে পারেন কৃঞ্চকলি। এ বছরের রিও অলিম্পিকে ডাবলসে এবং পার্টনার পেলে মিশ্র দ্বৈতেও অংশগ্রহণের কথা ইতোমধ্যেই নিশ্চিত করেছেন বিশ্ব টেনিসের নাম্বার ওয়ান তারকা সেরেনা উইলিয়ামস। অলিম্পিকে যুক্তরাষ্ট্রের হয়ে উইলিয়ামস এবং বোন ভেনাসের হয়ে অসাধারণ রেকর্ড। দুই বোন গেমসের মহিলা দ্বৈতে ২০০০, ২০০৮ এবং ২০১২ স্বর্ণ পদক জয় করেছেন। একই সঙ্গে অলিম্পিকে মহিলা এককের বর্তমান চ্যাম্পিয়নও সেরেনা। তারপরও শিরোপা ক্ষুধা রয়েছে তার। মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনে দুর্দান্ত শুরু করা সেরেনা উইলিয়ামস জানিয়েছেন, ‘অবশ্যই আমরা এখানে দ্বৈতে খেলতে চাই। যে কারণে বছরের শেষ দিকে আমরা কিছু টুর্নামেন্ট খেলেছি, ডাবলসে আমরা নিজেদের ফিরে পেতে চাই, দেখা যাক কি হয়।’ রিও অলিম্পিকে তিনি মিশ্র দ্বৈতে খেলার কথা বিবেচনা করছেন কিনা- প্রশ্নের জবাবে সেরেনা বলেন, ‘আমি খেলতে চাই। আমি জানি না যদিও অনেক ম্যাচ খেলতে হবে। জন ইসনারের সঙ্গে জুটি বেঁধে আমি ভাল খেলি, জ্যাক সকের সঙ্গে আমি খেলিনি।’
×