ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চতুর্থ ওয়ানডেতে ২৫ রানের জয় অস্ট্রেলিয়ার

দুই সেঞ্চুরির পরও হারল ভারত

প্রকাশিত: ০৪:৩৯, ২১ জানুয়ারি ২০১৬

দুই সেঞ্চুরির পরও হারল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম দুই ওয়ানডেতে টানা সেঞ্চুরি করে হারের মুখ দেখতে হয়েছিল রোহিত শর্মাকে। তৃতীয় ম্যাচে বিফলে যায় বিরাট কোহলির ‘ট্রিপল ফিগার’। টানা তিন হারে দুই ম্যাচ আগেই সিরিজ খোয়ায় মহেন্দ্র সিং ধোনির দল। ঘুরে দাঁড়ানোর কঠিন সমীকরণের ম্যাচে এবার বৃথা গেল শিখর ধাওয়ান ও কোহলির জোড়া সেঞ্চুরি। ক্যানবেরায় অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ৩৪৮ রানের চ্যালেঞ্জ টপকাতে গিয়ে এক পর্যায়ে ১ উইকেটে ২৭৭ রান তুলেও ভারত হারল ২৫ রানে! ৩২৩-এ গুটিয়ে গেল সফরকারীরা। ক্রিকেটের মোড়লরা এখন হোয়াইটওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে। সিডনিতে পঞ্চম ও শেষ ওয়ানডে শনিবার। ৫০ ওভারে ৩৪৯ যে কোন দলের জন্য প্রায় অসম্ভব। এই লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে ৩৭.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলে ফেলে ভারত। ৯ উইকেট হাতে রেখে ৭৬ বলে ধোনিদের চাই ৭২। সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিজে কোহলি ও ধাওয়ান। মনে হচ্ছিল অসম্ভব কাজটাকে সম্ভব করে সফরে প্রথম জয়ের মুখ দেখতে যাচ্ছে ভারত। কিন্তু ক্যানবেরার ম্যাচের ‘আসল’ নাটক যে তখনও বাকি। ১১ বলের মধ্যে দুই সেঞ্চুরিয়ানের সঙ্গে আউট অধিনায়ক ধোনি। অতিথিদের ভরাডুবিতে এটাই ‘টার্নিং’। এরপরও দেখার ছিল লোয়ার অর্ডার নিয়ে ম্যাচে ভারত নতুন কোন নাটকের জন্ম দিতে পারে কি নাÑ সেটি আর হয়নি। অস্ট্রেলিয়ার অখ্যাত বোলারদের হাতে খুন ভারত। শেষ দিকে আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি ধোনির দল। দাঁড়াতে দেননি কেন রিচার্ডসন। হঠাৎ করেই যেন গ্লেন ম্যাকগ্রা-ব্রেট লি হয়ে ওঠেন ২৪ বছর বয়সী এই পেসার। ৪ ওভারের দ্বিতীয় স্পেলে মাত্র ১৬ রানে তুলে নেন কোহলিসহ ভারতের টপ-অর্ডারের ৪ উইকেট। অথচ নিজের প্রথম ৬ ওভারে ৫২ রান দিয়ে নিয়েছিলেন কেবল ১ উইকেট। তবে রিচার্ডসনের বোলিংয়ের পাশাপাশি ভারতের ব্যাটিংও ভুগিয়েছে ধোনিদের। এত চমৎকার খেলতে খেলতে হঠাৎ করেই কেন খেই হারালেন কোহলি-ধাওয়ানরা, সেটা একটা প্রশ্নই। ৯২ বলে ১০৬ রান করা কোহলি যে শট খেলে ফেরেন সেটি তার মতো একজন ‘ওয়েল সেট’ গ্রেট ব্যাটসম্যানের জন্য রীতিমতো অপরাধ। ধাওয়ানই বা পারলেন কই? ১২৬ করে তিনি আউট হওয়ার পরই মড়ক শুরু। তাতেই একটা সময় রোমাঞ্চ ছড়ানোর ইঙ্গিত দেয়া ম্যাচটা শেষদিকে একেবারে ম্যাড়মেড়ে হয়ে যায়। এক রবীন্দ্র জাদেজা ছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ওপেনার রোহিতের ৪১-এর পর ইনিংসে চতুর্থ সর্বোচ্চ অপরাজিত ২৪ জাদেজার। ধোনি, গুরকিরাত সিং, অজিঙ্কা রাহানে ও ঋষি ধাওয়ান ফেরেন যথাক্রমে ০, ৫, ২ ও ৯ রান করে। দুরন্ত রিচার্ডসন ১০ ওভারে ৬৮ রান দিয়ে নেন ৫ উইকেট। ২টি করে শিকার জন হেস্টিংস ও মিচেল মার্শের। ১ উইকেট নিয়েছেন স্পিনার নাথান লেয়ন। এর আগে অস্ট্রেলিয়াকে পাহাড়সম স্কোর এনে দেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও এ্যারন ফিঞ্চ। সদ্যভূমিষ্ঠ সন্তান ও স্ত্রীকে সময় দিয়ে ফেরা ওয়ার্নার ৯২ বলে ৯৩ রান করে আউট হন। তবে সেঞ্চুরি পেয়েছেন পার্টনার এ্যারন ফিঞ্চ। শতভাগ স্ট্রাইক রেটে ৯ চার ও ২ ছক্কায় ১০৭ বলে ১০৭ রান করেন এই ওপেনার। দু’জনের গড়ে দেয়া ১৮৭ রানের প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে এরপর রীতিমতো ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল-স্টিভেন স্মিথ। অধিনায়ক স্মিথ ২৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫১, ম্যাক্সওয়েল ২০ বলে করেন ৪১ রান। ভারতের হয়ে দুই পেসার ইশান্ত শর্মা ৪ ও উমেষ যাদব নেন ৩টি করে উইকেট। ঘরের মাটিতে ৩৪৮ বা তার বেশি রান করে কখনই হারেনি অসিরা। সেটি ধরে রাখার পাশাপাশি নিজেদের মাঠে টানা জয়ের রেকর্ডটাকে ১৮-এ উন্নীত করল বিশ্চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া!
×