ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে বাংলাদেশ দলের ব্যর্থতা

জাতীয় দল নিয়ে হতাশ সালাউদ্দিন

প্রকাশিত: ০৪:৩৮, ২১ জানুয়ারি ২০১৬

জাতীয় দল নিয়ে হতাশ সালাউদ্দিন

স্পোর্টস রিপোর্টার ॥ মানুষের বেঁচে থাকার সবচেয়ে বড় অবলম্বন হচ্ছে আশা। কিন্তু এই আশাই যখন নিরাশায় রূপান্তরিত হয় তখন তার বেঁচে থাকার, সংগ্রাম করার, ঘুরে দাঁড়ানোর সাহস-শক্তি-আত্মবিশ্বাস কমে যায়। তখন স্বভাবতই সে হতাশার কথা মুখে উচ্চারণ করবে। এই যেমন করলেন কাজী মোঃ সালাউদ্দিনও, ‘সবার মতো আমিও হতাশ। প্রধানমন্ত্রী আসছেন টুর্নামেন্টের ফাইনালে। কিন্তু আমার দল সেখানে নেই!’ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি যে চলমান ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’-এ বাংলাদেশ দলের ফাইনালে যেতে না পারার ব্যর্থতা নিয়ে বলেছেন, পাঠক নিশ্চয়ই তা বুঝতে পেরেছেন। বুধবার বাফুফে ভবনে বসে এমনটাই বলেন সালাউদ্দিন। অনেক বিষয় নিয়ে কথা বললেও কিছুতেই রাজি হননি বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলতে। টুর্নামেন্ট শেষ করার পরই দেশের ফুটবল দল নিয়ে কথা বলবেন জানান বাফুফে সভাপতি। শুধু বললেন, ‘কি ঘটেছে সেটা আপনারাও জানেন। আমি কোচও না, আমি মাঠে খেলিও না। সবার মতো আমিও হতাশ। টুর্নামেন্টটা শেষ করতে দিন, যতক্ষণ সময় লাগে দেব।’ বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল শুক্রবার। ফাইনালে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু যাদের ঘরে ম্যাচ, সেই বাংলাদেশের দুটি দলের একটিও নেই টুর্নামেন্টে। বাংলাদেশ অলিম্পিক (অনুর্ধ-২৩) দল বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। আর জাতীয় ফুটবল দল বিদায় নেয় সেমিফাইনাল থেকে। এই ফল বাংলাদেশের ফুটবলের জন্য লজ্জা ও হতাশারই বটে। কেননা, গত আসরে চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার্সআপ হয়েছিল বাংলাদেশ জাতীয় দল। কিন্তু এবারের পারফর্মেন্সে দেশের ফুটবলপ্রেমীরা নিদারুণ হতাশ। একই অবস্থা বাফুফে বস সালাউদ্দিনেরও। সকাল থেকেই বাফুফে ভবনে ক্রীড়া সাংবাদিকদের আনাগোনা। বাংলাদেশের দুটি জাতীয় দলের হতাশাজনক পারফর্মেন্স বঙ্গবন্ধু গোল্ডকাপে। কি বলবেন বাফুফে সভাপতি? ভেতর থেকে জানানো হলো তিনি কথা বলতে চাইছেন না। আসলে যখন দুই জাতীয় দলই এমন হতাশাজনক পারফর্মেন্স করে তখন আর কিইবা বলার থাকতে পারে! শেষ বিকেলে অনেক অনুরোধের পর নিজের রুম থেকে একটু বের হয়ে শুধু দু’টি কথাই বললেন, যা আগেই উল্লেখ করা হয়েছে। এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপে যে মানের বিদেশী দল অংশগ্রহণ করেছে তাতে করে বাংলাদেশ দলের শিরোপা জেতা উচিত ছিল বলে অভিমত ব্যক্ত করেছেন অনেকেই। টুর্নামেন্টের শুরুতে জাতীয় দলের তুলনায় অলিম্পিক দলই বেশি ভাল খেলা উপহার দিয়ে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে। কিন্তু পরের ম্যাচগুলোতে আর সেই মুগ্ধ হওয়ার কোন অবকাশই দেয়নি তারা। কোন জয় ছাড়াই তারা শূন্য হাতে এবং পয়েন্ট টেবিলের তলানিতে থেকে বিদায় নেয়! পক্ষান্তরে জাতীয় দল ভাগ্যের জোরে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে গেলেও তাদের খেলা সেভাবে মন ভরাতে পারেনি বাংলাদেশী ফুটবলপ্রেমীদের। সেমিতে তারা বাহরাইনের কাছে হেরে বিদায় নেয়। অথচ এই বাহরাইনের সঙ্গেই গ্রুপ ম্যাচে ড্র করার কৃতিত্ব দেখিয়েছিল বাংলাদেশ অলিম্পিক দল। ছোটরা হারল না, আর বড়রা হারল ... এটা বাংলাদেশ দলের জন্য লজ্জার বলেই মনে করছেন ফুটবলবোদ্ধারা। আর এমন লজ্জাতেই আক্রান্ত হয়েছে বাফুফে সভাপতি সালাউদ্দিন।
×