ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জয় পেয়েছেন রজার ফেদেরার ও রাদওয়ানস্কা, বিদায় কেভিতোভার

উদ্ভাসিত জয়ে তৃতীয় পর্বে সেরেনা

প্রকাশিত: ০৪:৩৫, ২১ জানুয়ারি ২০১৬

উদ্ভাসিত জয়ে তৃতীয় পর্বে সেরেনা

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারা অব্যাহত রেখেছেন সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা, বেলিন্ডা বেনচিচ এবং এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কার মতো তারকারা। তবে মহিলা এককের দ্বিতীয় পর্ব থেকেই বিদায় নিয়েছেন রাশিয়ার সেভতলনা কুজনেতসোভা এবং কানাডার ইউজেনি বাউচার্ড ও চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। পুরুষ এককে দ্বিতীয় পর্বে সহজেই জয়ের দেখা পেয়েছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার এবং টমাস বার্দিচ। মহিলা এককে অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। শিরোপা ধরে রাখার মিশনে এবারও ভালভাবে এগিয়ে যাচ্ছেন আমেরিকান তারকা। বুধবার দারুণ জয়েই বছরের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এই তারকা। অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কে এদিন দ্বিতীয় পর্বের খেলায় চাইনিজ তাইপের সু-ওয়েইকে দাঁড়াতেই দেননি সেরেনা। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সেরেনা ৬-১ এবং ৬-২ গেমের উড়ন্ত জয় পান মার্কিন টেনিস কন্যা। এর আগে ইতালির কামিলা জর্জির বিপক্ষে ৬-৪ এবং ৭-৫ গেমের কষ্টার্জিত জয়ে প্রথম রাউন্ডের বাধা পার করেন সেরেনা। তৃতীয় পর্বে সেরেনার প্রতিপক্ষ এখন ইতালিয়ান তারকা রবার্টা ভিঞ্চি। তেরোতম বাছাই ভিঞ্চি এদিন ৬-২ এবং ৬-৩ গেমে আমেরিকার ইরিনা ফ্যালকনিকে হারিয়ে পরের রাউন্ডের টিকেট নিশ্চিত করেন। গত বছর দারুণ কেটেছে সেরেনার। ক্যারিয়ারে প্রথমবারের মতো ‘ক্যালেন্ডার সøাম’ জয়ের মাইল ফলকেরও সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য ২১টি গ্র্যান্ডসøাম জয়ী আমেরিকান তারকার। ইউএস ওপেনের সেমিফাইনাল থেকে ছিটকে যান তিনি। আর সেবার হেরেছিলেন এই রবার্টা ভিঞ্চির কাছেই। তাই অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় পর্বের লড়াইটা যে বেশ কঠিন হবে তা অনেকটাই অনুমিত। সেরেনাও প্রস্তুত সেই হারের প্রতিশোধ নিতে। এদিকে দারিয়া গাব্রিলোভার কাছে ৬-৪, ৬-৪ গেমে হেরে বিদায় নিয়েছেন কেভিতোভা। বুধবার সেরেনার সঙ্গে মারিয়া শারাপোভাও দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন। রুশ সুন্দরী কোর্টে পুরোটা সময়ই নিজের আধিপত্য বজায় রাখেন। প্রথম রাউন্ডে জাপানের নাও হিবিনোকে সহজেই হারানোর পর দ্বিতীয় রাউন্ডেও একতরফা জয় তুলে নেন টেনিসের সাবেক এক নাম্বার তারকা। তৃতীয় রাউন্ড নিশ্চিতে বেলারুশের আলেকসান্দ্রা সাসনোভিচকে ৬-২ এবং ৬-১ গেমে উড়িয়ে দেন মারিয়া শারাপোভা। প্রসঙ্গত বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা ছয়বার এ শিরোপা জিতলেও শারাপোভা মাত্র একবার অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি উঁচিয়ে ধরেন। তাও সেই ২০০৮ সালে। এবার কি পারবেন শিরোপা খরা কাটাতে? ভক্তদের সেটাই এখন দেখার অপেক্ষা। এদিকে জয়ে ফেরা ইউজেনি বাউচার্ডকে থামিয়ে দিয়েছেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। দ্বিতীয় পর্বে পোলিশ টেনিস তারকা রাদওয়ানস্কা ৬-৪ এবং ৬-২ গেমে হারান কানাডার তরুণ প্রতিভাবান তারকা ইউজেনি বাউচার্ডকে। এদিকে গ্র্যান্ডসøাম ইভেন্টে ৩০০তম ম্যাচ জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে রয়েছেন রজার ফেদেরার। বুধবার সহজ জয় দিয়েই অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন টেনিসের সাবেক এক নাম্বার খেলোয়াড়। সেইসঙ্গে ২৯৯টি গ্রান্ডসøাম ম্যাচ জিতে নেন সুইস তারকা। মেলবোর্ন পার্কে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইউক্রেনের আলেক্সান্ডার ডল্গোপোলোভের বিপক্ষে প্রথম সেটটি ৬-৩ গেমে জিতলেও দ্বিতীয় সেটে ঘাম ঝরাতে হয় ফেদেরারকে। ৭-৫ গেমে দ্বিতীয় সেটটি হারলেও ফেদেরারকে ঠিকই ভীতি উপহার দেন ডল্গোপোলোভ! তবে শেষ সেটে প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতেই দেননি ফেদেরার। ৬-১ গেমের দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন সতের বারের গ্রান্ডসøাম জয়ী। মাইল ফলক ছোঁয়ার ম্যাচে তার প্রতিপক্ষ বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভ। সুদীর্ঘ ক্যারিয়ারে সতেরোটি গ্র্যান্ডসøাম জিতেছেন সুইস তারকা। কিন্তু গত চার বছর ধরে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা খরায় ভুগছেন তিনি। সর্বশেষ ২০১০ সালের আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন ৩৪ বছর বয়সী সুইচ তারকা। ক্যারিয়ারের গোধূলিবেলায় পারবেন কি শিরোপা পুনরুদ্ধার করতে? সেই উত্তর এখন সময়ের হাতে।
×