ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুধু মানুষের ভালবাসা চাই ॥ সৈয়দ হাসান ইমাম

প্রকাশিত: ০৪:২৫, ২১ জানুয়ারি ২০১৬

শুধু মানুষের ভালবাসা চাই ॥ সৈয়দ হাসান ইমাম

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। ভারতের বর্ধমানে জন্ম নেয়া এই ব্যক্তিত্ব বেড়ে ওঠেন এক রাজনৈতিক পরিম-লে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ যার জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত তার ছিল সক্রিয় অংশগ্রহণ। বাঙালীর স্বাধীনতার জন্য সাংস্কৃতিক বলয়কে হাতিয়ার করে এখনও লড়ে চলেছেন তিনি। চলচ্চিত্রাঙ্গনেও রেখেছেন বিশেষ অবদান। শিল্পসাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯৯৯ সালে লাভ করেন একুশে পদক। এই ব্যক্তিত্বকে আরটিভি কর্তৃপ্ক্ষ আজ আজীবন সম্মাননা দিতে যাচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সন্ধ্যা ৭টায় ‘লাক্স আরটিভি স্টার এ্যাওয়ার্ড ২০১৫’ প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে। সমসাময়িক বিষয় নিয়ে দেশের এই সাংস্কৃতিক পুরাধা ব্যক্তিত্বের সঙ্গে কথা হয়। আরটিভির আজীবন সম্মাননা পাওয়ার অনুভূতি কেমন? সৈয়দ হাসান ইমাম : কাজের স্বীকৃতিস্বরূপ সব সম্মাননা বা পুরস্কার লাভ সবারই ভাল লাগে, আমারও তাই। এই বয়সে এসে এ ধরনের সম্মাননা পাচ্ছি, অবশ্যই ভাল লাগছে। নতুনরা যে আমাকে সম্মানের সঙ্গে মনে রেখেছে, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের। আমি নতুনদের কাছে এখনও গ্রহণযোগ্য এর চেয়ে আর বড় কি হতে পারে। আমার আর অন্য কোন কিছু চাওয়া-পাওয়ার নাই, শুধু মানুষের ভালবাসা চাই। রবীন্দ্রনাথের সেই কথা মনে পড়ে যায়-‘মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়’। আপনাদের শুরুর সময় আর এখনকার অভিনয় এ দু’য়ের পার্থক্য কোথায়? সৈয়দ হাসান ইমাম : আমরা অভিনয় শুরু করেছিলাম পেশার জন্য নয়, নেশায়। সে সময় মা, খালা বা অন্যদের কাছ থেকে কাপড় চেয়ে অভিনয়ের কস্টিউম হিসেবে ব্যবহার করতাম। এখনকার অভিনয় শিল্পীর দৃষ্টি পেশার দিকে। এখন অভিনয় হয় স্কুলে নিয়মিত পড়া লেখার মতো চাপিয়ে দেয়া শিক্ষা, আনন্দের সঙ্গে নয়। আমার ছেলে এখন মার্কিনযুক্ত রাষ্ট্রে থাকে, সে অনেক টাকা ইনকাম করে। আমাকে একদিন বলছে আমার এখন এটা ভাল লাগে না। আমরা কিন্তু আনন্দের সঙ্গে অভিনয় করেছি এখনও আনন্দে আছি, কাউকে প্রতিযোগী মনে হয় না। আমাদের দেশে সত্যিকারের অভিনয় শিল্পকে কি এখন স্পর্শ করতে পারছে? সৈয়দ হাসান ইমাম : এখন অভিনয়ের ক্ষেত্রে অনেক প্রথাগত শিক্ষা পাচ্ছে, যেটা আমরা পাইনি। আমাদের অভিনয়ে আবেগ ছিল। আবেগ কেড়ে নিলে অভিনয়ের প্রাধান্য থাকে না, প্রাধান্য পেয়ে যায় টেকনিক্যাল বিষয়। সে অভিনয়ে জীবন প্রতিষ্ঠা লাভ হয় না। আবার শুধু আবেগ দিয়ে অভিনয় হয় না। সত্যিকারের অভিনয় শিল্প ফুটে ওঠে আবেগ ও টেকনিক্যাল এ দুয়ের মিশ্রণে। এখন সেটা দুরূহ। অভিনয়ে পরিমিতি জ্ঞান হওয়া উচিত। নতুনদের মধ্যে অভিনয়ে আগ্রহ কেমন মনে হয়? সৈয়দ হাসান ইমাম : নতুনদের মধ্যে অনেক আগ্রহ আছে অভিনয়ের ক্ষেত্রে। বেশ কিছু ভাল কাজও করছে তারা। অভিনয় এবং পরিচালনায়ও দক্ষতার পরিচয় দিচ্ছে। কিন্তু অনেকের মধ্যে এর বিপরীত অবস্থাও কাজ করছে। তাদের স্ট্রাগলের ভিত তেমন শক্ত নয়। হঠাৎ করে গাড়ি-বাড়ি হয়ে যাওয়ার ফলে অভিনয় শিল্পবোধ তৈরি হচ্ছে না। তারা আসছে আবার চলেও যাচ্ছে, স্থায়ী হচ্ছে না। অভিনয় নিয়ে আর কি ভাবছেন? সৈয়দ হাসান ইমাম : অভিনয় নিয়ে আর কিছুই ভাবছি না। জীবনের অভিজ্ঞতা নিয়ে কিছু লেখার কথা ভাবছি। সেটা হতে দেশের জন্য, মুক্তিযুদ্ধের কথা কিংবা আমার অভিনয় জীবনের কথা। সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? সৈয়দ হাসান ইমাম : কোন এক সময়ে সারাদেশে সাংস্কৃতিক বিপ্লব ঘটিয়ে আমরা স্বাধীন একটি ভূখ- পেয়েছি। কিন্তু আমাদের এ বিপ্লব এখনও শেষ হয়নি। এ অসমাপ্ত বিপ্লব চালিয়ে যাওয়ার জন্য আমি সাংস্কৃতিক কর্মীদের আহ্বান জানাই। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের মনোজগতের স্থায়ী পরিবর্তন প্রয়োজন। -গৌতম পাণ্ডে
×