ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক এমপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দিচ্ছে ইসি

প্রকাশিত: ০৪:২৩, ২১ জানুয়ারি ২০১৬

এক এমপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দিচ্ছে ইসি

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহের-২ আসনের সংসদ সদস্য শরীফ আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী ও স্পীকারকে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে না জেতানোয় রিটার্নিং কর্মকর্তাকে নানা ধরনের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। কমিশন জানিয়েছে ভোট শেষ হওয়ার পর এ নিয়ে কমিশনের কিছু করার না থাকায় যথাযথ কর্তৃপক্ষকে সাংসদের বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি দেয়া হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পালের ওই অভিযোগ জেলা প্রশাসনের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। সেখান থেকেই তা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। তিনি বলেন, সরকারদলীয় প্রার্থীকে জয়যুক্ত করার বিষয়ে এমপি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে হুকুম দিয়েছেন। তাকে হুমকি দিয়ে যাচ্ছেন। এটা তো থ্রেটের পর্যায়ে চলে গেছে। এই সংসদ সদস্যের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথাযথ জায়গায় চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনতে তার কার্যালয়ের মুখ্য সচিব ও সংসদ সচিবের মাধ্যমে স্পীকারকে চিঠি পাঠানোর বিষয়ে মঙ্গলবারই কমিশন সভায় সিদ্ধান্ত হয়েছে বলে এ নির্বাচন কমিশনার জানান। টিআইবি রিপোর্টের প্রতিবাদ জানিয়েছে বিজিবিএ অর্থনৈতিক রিপোর্টার ॥ পোশাক খাত নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক প্রতিবেদনের প্রতিবাদ ও ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস এ্যাসোসিয়েশন। সংগঠনটি বলছে টিআইবির প্রতিবেদনটি মনগড়া, যা বাস্তব অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। টিআইবি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে প্রায় ৭০ ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে তারা মতবিনিময় করেছে। জানি না তারা কার কার সঙ্গে মতবিনিময় করেছে। এই প্রতিবেদনের বিষয়বস্তু এতটাই নেতিবাচক যে, সামগ্রিকভাবে দেশের পোশাক শিল্পের ওপর তার প্রভাব পড়বে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারিমানের পোশাক কারখানাসমূহ যারা সাব-কন্ট্রাক্টিং ভিত্তিতে কাজ করে সেগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। আমরা এ কারণে যারপরনাই উদ্বিগ্ন ও শঙ্কিত। গত ১৮ জানুয়ারি বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন স্বাক্ষরিত একটি পত্র পাঠানো হয়েছে টিআইবির নির্বাহী পরিচালক বরাবর। এতে টিআইবি তাদের প্রকাশিত প্রতিবেদনে তৈরি পোশাক খাতের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের তিনটি ধাপে ১৬ ধরনের দুর্নীতি হয় বলে যে তথ্য প্রকাশ করেছে তার ব্যাখ্যা দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।
×