ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২১, ২১ জানুয়ারি ২০১৬

টুকরো খবর

শিক্ষককে নির্যাতন নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২০ জানুয়ারি ॥ দশমিনায় বখাটে ছাত্রের অভিভাবকের হাতে উপজেলার আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শরীরচর্চা শিক্ষক শহিদুল ইসলাম নির্যাতনের শিকার হয়েছেন। বুধবার সকাল ১০টায় ওই বিদ্যালয়ের মাঠে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এ ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ২৪ ও ২৫ জানুয়ারি তারিখ আসন্ন এসএসসি শিক্ষার্থীদের বিদায়ী ও বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে শরীরচর্চা শিক্ষক মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছাত্রছাত্রীদের পিটি প্রতিদিনের মতো বুধবার সকাল সাড়ে ৯টায় শুরু করেন। এ সময় ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণীর বখাটে ছাত্র মোঃ নাইম রহমান (মুন) শরীরচর্চা শিক্ষকের কথা না শোনার কারণে পিটির লাইন থেকে বের করে দেন। এতে ওই বখাটে ছাত্র শিক্ষকের ওপর ক্ষিপ্ত হয় এবং মোবাইল ফোনে তার অভিভাবককে খবর দেয়। অভিভাবক মোঃ মোহন মাতবর এসে স্থানীয় মাতবর বাড়ির দাপট দেখিয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে ওই শিক্ষককে অকথ্য ভাষায় গালমন্দ ও মারধর শুরু করেন। যুবকের আত্মহত্যা সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ২০ জানুয়ারি ॥ লক্ষ্মীপুরের রায়পুরে মাহ্ফিলে এসে বিষপানে আব্দুর রহিম (৩৫) নামের এক যুবকের আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কলাকোপা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রহিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বসন্তবাগ গ্রামের সফিউল্যার ছেলে। শূটারগানসহ যুবক আটক নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২০ জানুয়ারি ॥ শূটারগান ও ২ রাউন্ড গুলিসহ মিরাজুল সরদার (২৫) নামে এ যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে সদর উপজেলার পূর্ব হাজরাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মিরাজুল একই এলাকার আব্দুল ছোমেদ সরদারের ছেলে। ভালুকায় বিদ্যালয় পরিদর্শন নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২০ জানুয়ারি ॥ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, নারীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বুধবার দুপুরে ভালুকা উপজেলার ধলিয়া আজিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে ছাত্রীদের উদ্দেশে ওই সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ভাগিনা ধলিয়া স্কুল এ্যান্ড কলেজের গবর্নিং কমিটির সভাপতি নজরুল ইসলাম খান (বাবুল), ধলিয়া স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মুঞ্জুরুল হক খান, প্রধান শিক্ষিকা জীবন নাহার, ছাত্রনেতা আদনান ইসলাম খান, বজলুল হক খান, শরিফ খান, এসএম কামরুজ্জামান, সাইফুল ইসলাম দুদু, আশরাফুল আলম প্রমুখ। শীতবস্ত্র বিতরণ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ মঙ্গলবার গোল্ডেন বাংলাদেশ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, খাষপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু ও গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন। একই সঙ্গে গোল্ডেন বাংলাদেশ সমাজ উন্নয়নমূলক প্রকল্প ভিশন ভিলেজ-২০২০ এর যাত্রা শুরু করেছে।
×