ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চবির সমাবর্তন ৩১ জানুয়ারি ॥ ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত: ০৪:২০, ২১ জানুয়ারি ২০১৬

চবির সমাবর্তন ৩১ জানুয়ারি ॥ ব্যাপক প্রস্তুতি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ এতে সভাপতিত্ব করবেন। সমাবর্তন সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউটে চট্টগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাব, রেলওয়ে প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং ট্রাফিক, বিদ্যুত বিভাগ (পিডিবি) এবং হাটহাজারী উপজেলা প্রশাসনের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চবি উপাচার্য সমাজ বিজ্ঞানী ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। গুরুত্বপূর্ণ এই সভায় বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিন, শিক্ষক সমিতি, রেজিস্ট্রার, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন এবং এ সংক্রান্তে গঠিত বিভিন্ন কমিটি ও উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিব ও সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন। চবি উপাচার্য আসন্ন চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং সুষ্ঠু সুন্দর ও সুচারুরূপে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। স্কুলের শতবর্ষ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ থেকে জানান, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদ্যাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বুধবার দুপুরে স্কুল মিলনায়তনে উৎসব উদ্যাপন কমিটি সংবাদ সম্মেলন করে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়। আগামী ২৪ জানুয়ারি বিকেল ৩টায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শতবর্ষ পূর্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ উৎসবে অংশ নিতে ইতোমধ্যে তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী ও পাঁচ শ’ জন অতিথি নাম নিবন্ধন করেছেন। বিদ্যালয়ের মাঠে মঞ্চসহ তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। সংবাদ সম্মেলনে শতবর্ষ পূর্তি উৎসবের সদস্য সচিব প্রফেসর অধ্যক্ষ ডাঃ আ ন ম নৌশাদ খান, নবনির্বাচিত মেয়র মাহমুদ পারভেজ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক মু. আঃ লতিফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা, শিক্ষকম-লী ও উৎসব কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
×