ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হামদর্দ মেডিক্যাল কলেজসমূহের নবীনবরণ

প্রকাশিত: ০৪:১৯, ২১ জানুয়ারি ২০১৬

হামদর্দ মেডিক্যাল কলেজসমূহের নবীনবরণ

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ফ্যাকাল্টি অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক মেডিসিন এবং হামদর্দ ফাউন্ডেশন পরিচালিত হাকীম সাঈদ ইস্টার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ঢাকা, হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বগুড়া এবং রওশন জাহান ইস্টার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, লক্ষ্মীপুর এর শিক্ষা সফর ও নবীন বরণ হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ক্যাম্পাস হামদর্দ বিজ্ঞান নগর, গজারিয়া, মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়। নবীনবরণ ও শিক্ষা সফরে আগত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি ও হামদর্দ আধুনিক কারখানার সকল সেকশন ঘুরে দেখেন। শিক্ষা সফরের অংশ হিসেবে আলোচনা সভায় হামদর্দের মোতাওয়াল্লি ও সিনিয়র পরিচালক বিপণন ড. হাকীম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনানী কলেজসমূহ ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা এবং হামদর্দের চীফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. তানভীর আহমেদ খানসহ শিক্ষা সফরে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও ডিন। -বিজ্ঞপ্তি সিরাজগঞ্জে পুষ্টি চাল বিষয়ক কর্মশালা স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জ সদর উপজেলা, কাজিপুর, বেলকুচি ও চৌহালীসহ চার উপজেলায় ভিজিডি কর্মসূচীর আওতায় সরকারী অর্থায়নে (রাইস ফর্টিফিকেশন পুষ্টি চাল) পুষ্টি চাল বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে বুধবার সকালে সচেতনতামূলক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা ও শিশুবিষয়ক অধিদফতরের আয়োজনে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে এ কর্মশালায় জেলা প্রশাসক মোঃ. বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা ) এ কে এম নেছার উদ্দিন ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব রায়না আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা লায়লা নার্গিস, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ ওমর আলী, জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী প্রমুখ।
×