ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় কলেজ ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৪:১৮, ২১ জানুয়ারি ২০১৬

সাতক্ষীরায় কলেজ ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা ॥ বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ শ্যামনগরে এক সাংবাদিকের কলেজ পড়ুয়া মেয়েকে শ্বাাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম সুমিত্রা মৃধা (১৮)। সে শ্যামনগর সরকারী মহসিন ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। নিহত সুমিত্রা দৈনিক সংবাদের শ্যামনগর প্রতিনিধি অরবিন্দ মৃধার মেয়ে। মঙ্গলবার রাত আটটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাধঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে নিহতের সহপাঠীরা বুধবার সকালে শ্যামনগর সরকারী মুহসিন ডিগ্রী কলেজ চত্বরে সুমিত্রা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। নিহতের বাবা অরবিন্দ কুমার মৃধা জানান, তিনি সম্প্রতি বদলিজনিত কারণে যশোরের ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরীর ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন। মঙ্গলবার রাতে তিনি যশোরে ছিলেন। তার স্ত্রী সবিতা রানী মৃধা মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত নিজ কর্মস্থল শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবিকা হিসেবে দায়িত্ব পালন করেন। ছোট ছেলে অনুব্রত প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সন্ধ্যার পর পাশের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। এ সময় বাড়িতে একাকি পড়াশোনা করছিল সুমিত্রা। তাদের বাড়িতে সৌরবিদ্যুত ব্যবহার করা হয়। নিহতের মা সবিতা রানী মৃধা জানান, অনুব্রত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরে ঘর অন্ধকার অবস্থায় দেখে দিদিকে ডেকে কোন সাড়া না পেয়ে ঘরের আলো জ্বালায়। এ সময় দিদিকে বারান্দার মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে (মা) খবর দেয়। বাড়িতে এসে তিনি ঘরের মেঝেতে বালিশ ও বিছানা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। সুমিত্রার নিথর দেহের গলায় দাগ ছিল। মাথার একাংশের চুল ছেঁড়া ছিল। কিছু চুল ছিল মুখের মধ্যে। তাকে শ্বাসরোধ করে হত্যার আগে ধস্তাধস্তি করা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন। সবিতা রানী অভিযোগ করে বলেন, ৫০ বছর বয়সী এক ব্যক্তি দু’দিন ধরে তাদের বাড়ির পাশের মন্দিরের সামনে একটি চায়ের দোকান থেকে উঠে কলেজে যাওয়ার সময় ও বাড়ি ফেরার সময় কলেজ গেটের পাশে মেয়েকে বিরক্ত করত। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন বা অন্য কেউ তার মেয়েকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে বলে তিনি জানান। এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, মৃতের মাথার ছেঁড়া চুল ও মুখম-লের ভেতরে থাকা চুল দেখে মৃত্যুর আগে তার সঙ্গে ধস্তাধস্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে একটি অপমৃত্যু মামলা হয়েছে। বুধবার বিকেলে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে তুলে দেয়া হয়েছে। কটিয়াদীতে ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধূ খুন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ থেকে জানান, জেলার কটিয়াদীতে পারিবারিক কলহের জেরে ভাসুরের ছুরিকাঘাতে ইয়াসমিন আক্তার (২২) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ হত্যার ঘটনাটি ঘটে। জানা গেছে, উপজেলার দুর্গাপুর গ্রামের আলমগীর মিয়ার স্ত্রী ইয়াসমিনের সঙ্গে প্রায় আড়াই বছর আগে স্বামীর বড় ভাই জাহাঙ্গীর মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। পরে তাদের মধ্যে সাংসারিক বিষয়ে বনিবনা না হওয়ায় দেড় বছর পর তাদের মধ্যে ডির্ভোস হয়ে যায়। এর কিছু দিন পর জাহাঙ্গীরের ছোট ভাই আলমগীরের সঙ্গে ইয়াসমিনের দ্বিতীয় বিয়ে হয়। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এর জের ধরে বুধবার দুপুরে ইয়াসমিনকে বাড়িতে একা পেয়ে জাহাঙ্গীর উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ওই গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হন।
×