ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে শপথ নিতে এসে দুই পৌর মেয়র গ্রেফতার

প্রকাশিত: ০৪:১৮, ২১ জানুয়ারি ২০১৬

রাজশাহীতে শপথ নিতে এসে দুই পৌর মেয়র গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে শপথ নিতে এসে এবার গ্রেফতার হলেন তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান ও পুঠিয়ার মেয়র আসাদুল হক আসাদ। বুধবার দুপুর আড়াইটার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তানোর পৌর মেয়র মিজানকে এবং শপথ গ্রহণের পর পুঠিয়া পৌর মেয়র আসাদকে গ্রেফতার করে। মিজান শপথ নিতে জিরোপয়েন্ট হয়ে নগরীর শিল্পকলা একাডেমিতে যাচ্ছিলেন। তানোর উপজেলা যুবদল সভাপতি মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে কয়েকটি নাশকতার মামলা থাকলেও সেসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে আছেন। জামিনে থেকেই তিনি নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। এদিকে শপথ শেষে আটক করা হয় পুঠিয়া পৌরসভার মেয়র আসাদুল হক আসাদকে। বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর শিল্পকলা একাডেমিতে শপথগ্রহণ শেষে বের হলে তাকে আটক করে সাদা পোশাকধারী পুলিশ। পাবনা-ঢাকা বাস চলাচল বন্ধ ॥ যাত্রী দুর্ভোগ নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২০ জানুয়ারি ॥ পাবনা ও শাহজাদপুরের বাস শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য পাবনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে পাবনা বাস মালিক সমিতি। বুধবার সকাল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। পাবনা শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, শাহজাদপুরের বাস শ্রমিকের সঙ্গে পাবনা এক্সপ্রেসের এক শ্রমিকের ঝগড়া হয়। এরই জের ধরে শাহজাদপুরের কতিপয় শ্রমিক পাবনা এক্সপ্রেসের ওই শ্রমিককে মারধর করে। এরই প্রতিবাদে পাবনার বাস মালিক সমিতি বুধবার সকাল থেকে ঢাকাগামী সকল কোচ বন্ধ করে দিয়েছেন। মালয়েশিয়ান মন্ত্রী এইউবিতে সম্প্রতি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পক্ষ থেকে এইউবি পক্ষ থেকে মালয়েশিয়ার পেরাক রাজ্যের প্রধানমন্ত্রী দা’তো শ্রী ডি রাজা ড. জাম্রী আবদুল কাদিরকে রাজ্যের দারিদ্র্য বিমোচন সফল ভূমিকা পালনের স্বীকৃতি স্বরূপ সম্মাননা এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এইউবির আয়েশা মিলনায়তের মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর হাতে এ এ্যাওয়ার্ড সহযোগী সংগঠন ‘ইয়াইআসান বিনা উপাইয়া (ওয়াই বি ইউ) কে সম্মাননা সনদ ও এ্যাওয়ার্ড প্রদান করা হয়। ওয়াইবিইউ-এর পক্ষে এ্যাওয়ার্ড এবং সনদ গ্রহণ করেন দা’তো সাআরনি মুহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দা’তো হাজী রইস হোসাইন, এইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মদ জাফর সাদেক, এইউবির রেজিস্ট্রার প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলামসহ এইউবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকম-লী, কর্মকর্তা-কর্মচারী ও মালয়েশিয়ান অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
×