ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে বাসে আগুন

বিএনপি-জামায়াতের ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশীট

প্রকাশিত: ০৪:১৭, ২১ জানুয়ারি ২০১৬

বিএনপি-জামায়াতের ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশীট

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর-নাজির শংকরপুর কোল্ডস্টোরেজ মোড়ে বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি-জামায়াতের ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বুধবার আদালতে এ চার্জশিট দাখিল করেন। এদের মধ্যে অন্যতম আসামিরা হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু, সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবী। উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ জানুয়ারি রাতে শহরের নাজির শংকরপুর কোল্ডস্টোরেজ মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মী। কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা আহত নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২০ জানুয়ারি ॥ কলাপাড়ায় বিএনপির উপজেলা কমিটির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমানের ব্যবসাপ্রতিষ্ঠান ইসলামিয়া ফার্মেসীতে সন্ত্রাসী হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। বিএনপির বর্তমান সভাপতি এবিএম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন গ্রুপের সমর্থকরা এ হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। মোস্তাফিজুর রহমান এ ঘটনার জন্য হুমায়ুন হাজীর ভাই মনুর নেতৃত্বে এ হামলা-ভাংচুর চালানো হয়। এ সময় মোস্তাফিজুর নিজেই হামলার শিকার হন। অপর আহতরা হলেন আলমগীর, সবুজ ও মুছা। আশপাশের ব্যবসায়ীরা এ হামলা প্রতিরোধ করেন। পুলিশ এ ঘটনায় সোহেল (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে। সিলেটে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নগরীর শামীমাবাদ এলাকায় গ্রুপ বদলের জের ধরে মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষ গ্রুপের হামলায় আহত ছাত্রলীগ কর্মী কাজি হাবিবুর রহমান রাত সাড়ে ১১টার দিকে মৃত্যুবরণ করেছে। নিহত কাজী হাবিব ব্রাহ্মণবাড়িয়ার সিদ্দিকুর রহমানের ছেলে। সিলেট নগরীর কানিশাইল এলাকায় একটি মেসে থেকে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করত সে। দলীয় সূত্র জানায়, সিলেট ইন্টারন্যাশল ইউনিভার্সিটির বিবিএ ৪র্থ বর্ষের শিক্ষার্থী কাজী হাবিবুর রহমান দীর্ঘদিন থেকে শামীমাবাদের ছাত্রলীগ নেতা সাগর গ্রুপের সঙ্গে ছিল। গত কয়েকদিন আগে সে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ অনুসারী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার গ্রুপের চলে যায়। এর জের ধরে মঙ্গলবার দুপুরে কাজী হাবিবের ওপর হামলা করে সাগর অনুসারীরা। আহত হাবিবকে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান। পরে মাউন্ট এ্যাডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। ফরিদপুরে ৭৪ ছাত্রী অসুস্থ ॥ তদন্ত কমিটি নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২০ জানুয়ারি ॥ দুই দিনে ফরিদপুর সদরের শিবরামপুর আরডি একাডেমির ৭৪ ছাত্রীর অসুস্থতার ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এদিকে অসুস্থ ছাত্রীদের মধ্যে সাতজন এখনও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জেলা প্রশাসক সরদার সরাফত আলী এ ঘটনার তদন্তে কমিটি গঠন করেছেন। তিন সদস্যবিশিষ্ট এই কমিটিকে বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
×