ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে যৌতুকের জন্য গৃহবধূকে ছ্যাঁকা

প্রকাশিত: ০৪:১৭, ২১ জানুয়ারি ২০১৬

বরিশালে যৌতুকের জন্য গৃহবধূকে ছ্যাঁকা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মুলাদী উপজেলার পশ্চিম চরডিগ্রি গ্রামে যৌতুকের জন্য সাথী বেগম (২২) নামের এক সন্তানের জননীকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়ে মুখম-লসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে দিয়েছে পাষ- স্বামী। মঙ্গলবার সন্ধ্যায় আহত গৃহবধূকে শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহত সাথীর ভাই মেহেন্দীগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর গ্রামের আব্দুর রব হাওলাদারের পুত্র কামাল হোসেন জানান, ২০০৯ সালে তার বোন সাথী বেগমের মুলাদীর পশ্চিম চরডিগ্রি গ্রামের মতিউর রহমান হাওলাদারের পুত্র মামুন হাওলাদারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর ৫ লাখ টাকা যৌতুকের জন্য প্রায়ই তার বোনকে শারীরিক নির্যাতন করা হতো। একপর্যায়ে বাড়ির সম্পত্তি বিক্রি করে ৩ লাখ দেয়া হয়। বাকি ২ লাখ টাকার জন্য প্রায়ই সাথীকে শারীরিক নির্যাতন করা হতো। তারই ধারাবাহিকতায় রবিবার দুপুরে যৌতুকের জন্য পাষ- মামুন ও তার পরিবারের লোকজনে অমানুষিক নির্যাতনের একপর্যায়ে গরম খুন্তি দিয়ে সাথীর মুখম-লসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে দেয়। নির্যাতনের পর সাথীকে বাড়িতে আটক করে রাখা হয়। খবর পেয়ে মঙ্গলবার বিকেলে তারা মুমূর্ষু অবস্থায় সাথীকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। আর্সেনিক বিষয়ক কর্মশালা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে আর্সেনিক বিষয়ক গবেষণা তথ্য উপস্থাপন কর্মশালা হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালায় গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল। এ্যাসিটেন্ট কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ (এএমআরএফ) প্রতিনিধি ডাঃ জাহেদ আল মাসুদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ডাঃ শহিদুল ইসলাম, হারুন অর রশিদ, মোমেন খান, ডাঃ ফারিমা মাসুদ, হ্যানি ও জুলিয়া কর্মশালায় অংশ নেন। প্রতিবন্ধীদের ভ্রাম্যমাণ চিকিৎসা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ভ্রাম্যমাণ ভ্যানগাড়ির মাধ্যমে বিনামূল্যে ডোমার উপজেলায় প্রতিবন্ধীদের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে সমাজকল্যাণ মন্ত্রণালয়, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নীলফামারীর আয়োজনে ভ্রাম্যমাণ ভ্যানগাড়ির মাধ্যমে প্রতিবন্ধী রোগীদের থেরাপি ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে। দুই দিনে মোট আড়াই শ’ প্রতিবন্ধীর বিনামূল্যে চিকিৎসাসেবা দেন।
×