ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরেন্দ্র অঞ্চলে অবাধে অতিথি পাখি শিকার

প্রকাশিত: ০৪:১৬, ২১ জানুয়ারি ২০১৬

বরেন্দ্র অঞ্চলে অবাধে অতিথি পাখি শিকার

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ভোলাহাট ও গোমস্তাপুর অঞ্চলের ২১টি জলাশয় ও বিল এবং বিশাল বরেন্দ্র অঞ্চলের নির্জন নিরিবিলি ২৭টি জলাশয়, প্রায় সাড়ে তিন হাজার পুকুরে এখন ঠাসা অতিথি পাখিতে। শীত নামলেই বিলভাতিয়াসহ গোমস্তাপুর পোরশা, সাপাহার উপজেলা মিলিয়ে সাতটি বিশাল জলাশয় আসে এসব পাখি। যার মধ্যে রয়েছে গরাল, চখা, ৮/৯ ধরনের রাজহাঁস, কুড়াল, কাদিয়াচূড়া, সাল্টি, শামুখ খোল, হরিকল, হাড়গিলা, শামকাইলসহ শতাধিক প্রজাতির ছোটবড় পাখি। আর এই সুযোগে এ অঞ্চলের শিকারিরা দেদার পাখি ধরছে। তবে অধিকাংশ সময় ফাঁদ পেতে এক শ্রেণীর শিকারি বাণিজ্যিকভাবে পাখি ধরছে। এসব পাখি বিভিন্ন হাট বাজারে অধিক পরিমানে দেখা যাচ্ছে। জেলা শহরেও মাঝেমধ্যে পাওয়া যাচ্ছে। তবে অধিকাংশ ফাঁদ পেতে ধরা পাখি পাঠিয়ে দিচ্ছে রাজশাহীসহ অন্যান্য জেলায়। খোঁজ নিয়ে জানা গেছে ফাঁদ পেতে যারা পাখি শিকার করছে তাদের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। এদের সংখ্যা কয়েকশ’ বলে জানা গেছে। প্রতি রাতে এরা কয়েক সহস্র বিভিন্ন জাতের পাখি ধরে নিয়মিত বাজারজাত করছে। বরেন্দ্র অঞ্চলজুড়ে এদের পদাচারণা। কেউ জনসম্মুখে আবার কেউ গোপনে শিকার করছে অতিথি পাখি। বিশেষ করে সীমান্তের ভোলাহাট ও পদ্মা মহানন্দা নদীতে পাখি শিকারিরা ফাঁদ, কারেন্টজাল, ইয়ারগান, বন্দুক, রাইফেল দিয়ে অতিথি পাখি শিকার করছে দেদার। সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি বদর বাহিনী নেতা প্রধান অতিথি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘বরিশালে স্কুলে আলবদর বাহিনীর প্রতিষ্ঠাতাকে প্রধান অতিথি ॥ জনতার ক্ষোভ’ শিরোনামে বুধবার দৈনিক জনকণ্ঠে সংবাদ প্রকাশের পর বুধবার সকালে জরুরী সভা করেছেন স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ। একই দিন গৈলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা জানান, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুষ্ঠানের প্রধান অতিথি করার প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তীতে তার অনুপস্থিতিতে ও তাকে কিছু না জানিয়ে স্কুলের প্রধান শিক্ষক ১৯৭১ সালে বরিশাল জেলায় আলবদর বাহিনীর প্রতিষ্ঠাতা ও জেলা জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন খানকে প্রধান অতিথি করে দাওয়াতপত্র ছাপিয়ে তা বিলি করেন।
×