ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

প্রকৌশলী ও পুলিশসহ নিহত চার

প্রকাশিত: ০৪:১৬, ২১ জানুয়ারি ২০১৬

প্রকৌশলী ও পুলিশসহ নিহত চার

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় ভোলায় প্রকৌশলী, ফেনীতে পুলিশ, লালমনিরহাটে সাইকেল আরোহী ও ফরিদপুরে ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এছাড়া নীলফফামারীতে প্রকৌশলীসহ আহত হয়েছেন ১৪ জন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ভোলা ॥ ভোলার যুগীরঘোল এলাকায় বুধবার সকালে নসিমনের চাপায় ডিপ্লোমা প্রকৌশলী মাজাহারুল ইসলাম ইমন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। তার পিতার নাম হেলাল। তাদের বাসা পিটিআইয়ের সামনে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে ইমন বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে শহরের যুগীরঘোল মোড় দিয়ে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি নসিমন ধাক্কা দিয়ে তার পেটের ওপর দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে বরিশাল নেয়র পথে যুগীরঘোল মোড় এলাকায় এ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। ফেনী ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কসকায় বুধবার ভোরে মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির টহল পিকআপকে চট্টগ্রামগামী ট্রাক ধাক্কা দেয়। পিকআপটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে কনস্টেবল রফিকুল ইসলাম ঘটনা স্থলে নিহত এবং চালক এনামুল হক ও কনস্টেবল হারুন উর রশিদ আহত হয়। লালমনিরহাট ॥ রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে জেলা সদরের ফকিরের তকেয়ায় ট্রাকের ধাক্কায় আফজাল হোসেন (৬০) নামের এক বাইসাইকেল আরোহী বৃদ্ধা মারা গেছে। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পঞ্চগ্রাম ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের নেহাল উদ্দিনের ছেলে বৃদ্ধ আফজাল হোসেন মহাসড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। ফরিদপুর ॥ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে অনলাইন মিডিয়া ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় পত্রিকার সম্পাদক আরিফুর রহমান দোলন (৪২) রয়েছেন। বুধবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের বদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সম্পাদককে বহনকারী পাজেরো জিপ গাড়িটি ঢাকা থেকে ফরিদপুরের আলফাডাঙ্গা যাচ্ছিল। ঘটনাস্থলে বদরপুর-সালথা আঞ্চলিক সড়ক থেকে একটি মাহেন্দ্র মহাসড়কে উঠে এলে পাজেরো গাড়ির সঙ্গে সামনের দিক থেকে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দুর্ঘটনার ফলে পাজেরো জিপ ও মাহেন্দ্র গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এর ফলে পাজেরো গাড়ির চারজন ও মহেন্দ্রের তিন যাত্রীসহ মোট সাতজন আহত হয়। নীলফামারী ॥ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী মাহবুবার রহমান ও গাড়ির চালক রফিকুল ইসলামসহ ১৪ জন। বুধবার বেলা ১১টার দিকে পিকআপ ও জিপ গাড়ির সংঘর্ষে ওই প্রকৌশলী ও গাড়িচালক এবং দুপুরে জলঢাকা-রংপুর সড়কের অবিলের বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়লে সেখানে ১২ আহত হয়।
×