ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতীয় হাইকমিশনারকে ইস্টওয়েস্ট মিডিয়ার শুভেচ্ছা

প্রকাশিত: ০৩:৫৩, ২১ জানুয়ারি ২০১৬

ভারতীয় হাইকমিশনারকে ইস্টওয়েস্ট মিডিয়ার শুভেচ্ছা

ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। সম্প্রতি তারা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং দু’দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং সহযোগিতার ভিত্তি আরও জোরদার করার বিষয়ে দৃঢ় প্রত্যয় করেন। -বিজ্ঞপ্তি দৈনিক ৫ লাখ ব্যারেল তেল উত্তোলন করবে ইরান প্রতিদিন ৫ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইরান। সম্প্রতি দেশটির উপ তেলমন্ত্রী রোকোনেদ্দিন জাভাদি এ ঘোষণা দিয়েছেন। পশ্চিমা বিশ্ব ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় বিপুল হারে তেলের রফতানি বাড়বে বলে মনে করছে দেশটির সরকার। এ লক্ষ্যেই জ্বালানি তেলের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিল দেশটি। নিষেধাজ্ঞা না থাকায় আগামী এক বছরের মধ্যে জ্বালানি তেলের রফতানি দিনপ্রতি ১০ লাখ ব্যারেলে উন্নীত করা সম্ভব বলে মনে করছে ইরান। এদিকে ইরানের তেল রফতানিকে কেন্দ্র করে বিশ্ববাজারে জ্বালানি তেলের আরও দরপতন হয়েছে। গত সোমবার তেলের দাম কমে ২৮ ডলারের নিচে নেমে এসেছে বিশ্ববাজারে। -অর্থনৈতিক রিপোর্টার
×