ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিকাশমান খাত প্লাস্টিক শিল্প

আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধন

প্রকাশিত: ০৩:৫১, ২১ জানুয়ারি ২০১৬

আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্লাস্টিক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে একটি বিকাশমান খাত হিসেবে আত্মপ্রকাশ করেছে। আগামী ২০২১ সালের মধ্যে এ শিল্প খাতের রফতানি আয় ১০০ কোটি ডলারে উন্নীত করা সম্ভব। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার চার দিনের আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) মেলাটির আয়োজন করেছে। মেলা চলবে আগামী ২৩ জানুয়ারি শনিবার পর্যন্ত। মন্ত্রী বলেন, ক্রমবর্ধমান চাহিদার যোগান দিতে দেশে আন্তর্জাতিক মানের শিল্প কারখানা গড়ে উঠছে। বর্তমানে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫ হাজার প্লাস্টিক খারখানা আছে। ফলে দেশের চাহিদা মিটিয়ে বর্তমানে বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকার প্লাস্টিক পণ্য রফতানি করা হচ্ছে। কাঠের বিকল্প হিসেবে প্লাস্টিক পণ্যের ব্যবহার দেশে-বিদেশে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে জানিয়ে তিনি আরও বলেন, দেশের উদীয়মান শিল্প খাত হিসেবে সরকার প্লাস্টিক শিল্পের উন্নয়নে শুরু থেকেই বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। ২০১৬ সালের জাতীয় শিল্পনীতিতে এ খাতকে সরকারের অগ্রাধিকার তালিকায় রাখা হবে। দেশে বর্তমানে প্লাস্টিক পণ্যের ব্যবহার শতকরা ২০ ভাগ বেড়েছে জানিয়ে আমু বলেন, এখন দেশের ভেতরে প্রায় ১৮ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্য উৎপাদন ও বিপণন হচ্ছে। সুলভ মূল্যে জাপানী গাড়ি বারভিডা কার এক্সপোতে অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্রেতার হাতে সর্বাধুনিক প্রযুক্তির জাপানী রিকন্ডিশন গাড়ি সুলভমূল্যে পৌঁছে দিতে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘বারভিডা কার এক্সপো।’ বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক সংস্থা বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোটার এ্যান্ড ডিলার্স এ্যাসোসিয়েশন (বারভিডা)। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে প্রদর্শনীর উদ্বোধন করবেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিন দিনব্যাপী প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। প্রদর্শনীর প্রবেশ ফি ২০ টাকা। সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আয়োজক সংগঠন বারভিডা’র সেক্রেটারি জেনারেল মাহবুবুল হক চৌধুরী বাবর। তিনি বলেন, কার এক্সপো থেকে নিজেদের পছন্দমতো গাড়ি দেখার পাশাপাশি যাবতীয় তথ্য সংগ্রহ করতে এবং বিশেষ মূল্যছাড়ে গাড়ি কিনতে ও বুকিং দিতে পারবেন গাড়িপ্রেমীরা। প্রদর্শনীতে বাংলাদেশে রিকন্ডিশন্ড গাড়ির ব্যবহারকারী ও আগ্রহী ক্রেতাদের কাছে সর্বশেষ জাপানী ‘নেক্সট জেনারেশন ভেহিকেল’ উপস্থাপন ও কারিগরি আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। প্রদর্শনীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) স্টল থাকবে। গাড়ি নিবন্ধনের ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক এবং পরবর্তী বছরের জন্য আয়কর পরিশোধের ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।
×