ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরাকে আইএসের হাতে বন্দী ৩৫০০ দাস

প্রকাশিত: ০৩:৪৭, ২১ জানুয়ারি ২০১৬

ইরাকে আইএসের হাতে বন্দী ৩৫০০ দাস

জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হাতে ইরাকে তিন হাজার ৫০০ মানুষ দাস হিসেবে বন্দী আছে, ১৮ হাজার ৮০০ জনকে হত্যা করা হয়েছে এবং ৩২ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। বন্দীদের মধ্যে বেশির ভাগই ইয়াজিদি সম্প্রদায়ের নারী ও শিশু। জাতিসংঘের মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর ডেইলি মেইল ও ইয়াহু নিউজের। ইরাকে নিয়োজিত জাতিসংঘের ত্রাণ মিশন ও জাতিসংঘের মানবাধিকার দফতর যৌথভাবে মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে প্রতিবেদনটি প্রকাশ করে। এতে বলা হয়, কট্টর এই জঙ্গী সংগঠনটি ‘যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং সম্ভাব্য গণহত্যার মতো’ অপরাধ করেছে। নির্দিষ্টভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধেই এসব অপরাধ সংগঠিত হয়েছে। খালি চোখে পাঁচ গ্রহ খালি চোখেই দেখা যাবে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি আর শনি। ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আকাশে এক লাইনে দেখা যাবে এই পাঁচটি গ্রহকে। নাসা জানিয়েছে, ঊষালগ্নে প্রায় ৪৫ মিনিটের মতো অনায়াসেই নজরে পড়বে এই পাঁচটি গ্রহ। ২০০৫ সালের জানুয়ারির পর এরকম সৌরজাগতিক বিন্যাস এই প্রথম দেখা যাচ্ছে। -মিরর ১০৩ বছর বয়সী ড্রাইভার ১০৩ বছরের ইতালীয় বংশোদ্ভূত জিওভানি রোজো ৮২ বছর ধরে গাড়ি চালাচ্ছেন। তবে আজ পর্যন্ত কোন দুর্ঘটনা ঘটেনি। ১৯৬২ পান রয়্যাল সোসাইটির বিশেষ পুরস্কার ফ্রী ফ্রম এ্যাক্সিডেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৫৩ সালে ভাগ্য অন্বেষণে পাড়ি দেন ইংল্যান্ডে। কড়া ব্রিটিশ ট্র্যাফিক নিয়ম ভেঙ্গেছেন মাত্র দুবার। অতিরিক্ত গতির জন্য জরিমানা করা হয় তাকে। -টেলিগ্রাফ
×