ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জানুয়ারিতে দিল্লীতে ৪০ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত

প্রকাশিত: ০৩:৪৭, ২১ জানুয়ারি ২০১৬

জানুয়ারিতে দিল্লীতে ৪০ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত

ভারতের রাজধানী দিল্লীতে জানুয়ারিতে ৪০ জন সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নগর সরকারের স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। একজন উর্ধতন স্বাস্থ্য কর্মকর্তা জানান, ‘চলতি বছর আমরা শহরের বিভিন্ন অংশে বসবাসকারী ৪০ জন সোয়াইন ফ্লু ভাইরাস আক্রান্ত রোগী পেয়েছি।’ খবর পিটিআইয়ের। স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, বায়ুবাহিত এই রোগে এখনও পর্যন্ত কেউ মারা যায়নি। ২০১৫ সালে দিল্লীতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হন ৪ হাজার ২৫৯ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেন ১২ জন। গেল বছর ভারতজুড়ে ৩৩ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে মারা যান এক হাজার ৯৯৪ জন। সোয়াইন ফ্লুর জন্য দায়ী এইচ১এন১ ভাইরাস। ২০০৯ সালে প্রথম মেক্সিকোয় এ ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে দ্রুতই তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। সোয়াইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গসমূহ অন্যান্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গের মতোই। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার উপসর্গের মধ্যে জ্বর হওয়া, মাথা ব্যথা, গলা ও শরীর ব্যথা, শ্বাস কষ্ট, ক্ষুদামন্দা ও আলস্যবোধ করা, ওজন কমে যাওয়া ইত্যাদি অন্যতম। জিহাদী জন নিহতের খবর নিশ্চিত করল আইএস ইসলামিক স্টেটের (আইএস) সদস্য জিহাদী জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে জঙ্গী সংগঠনটির প্রপাগান্ডামূলক ম্যাগাজিন ‘দাবিক’। নবেম্বরে ড্রোন হামলায় জন মারা গেছে বলে সংগঠনটি তাদের অনলাইন ম্যাগাজিনে সংবাদ প্রকাশ করেছে। খবর বিবিসির। এর মাধ্যমে প্রথমবারের মতো আইএসের পক্ষ থেকে জিহাদী জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলো। কুয়েতি বংশোদ্ভূত ব্রিটিশ জঙ্গী জিহাদী জনের আসল নাম মোহাম্মেদ ইমওয়াজি। ১৯৮৮ সালে জন্ম নেয়া ইমওয়াজি ১৯৯৪ সালে ছয় বছর বয়সে যান যুক্তরাজ্যে। নবেম্বরে মার্কিন সেনাবাহিনী বলেছিল, তারা ‘যুক্তিসঙ্গতভাবে নিশ্চিত’ আইএসের শক্তঘাঁটি রাকায় জিহাদী জন নিহত হয়েছে। এর আগে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদুল রহমান বলেছিলেন, ‘রাকা শহরের গবর্নর ভবনের সামনে ইসলামিক স্টেটের চারজন বিদেশীকে বহনকারী একটি গাড়ি মার্কিন বিমান হামলার শিকার হয়। চারজন বিদেশী জঙ্গীর একজন ব্রিটিশ জিহাদী।’ তিনি আরও বলেছিলেন, ‘ওখানকার সব সূত্র বলছে, একজন গুরুত্বপূর্ণ ব্রিটিশ জিহাদীর লাশ রাকার হাসপাতালে রয়েছে। সব সূত্রই বলছে, এটি জিহাদী জনের লাশ। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটি নিশ্চিত করতে পারছি না।’ চীনের বেশিরভাগ শহরই বায়ুর বিশুদ্ধতা বজায় রাখতে পারেনি চীনের প্রায় ৩০০টি শহর গত বছর বায়ুর বিশুদ্ধতা বজায় রাখার জাতীয় মান মেনে চলতে ব্যর্থ হয়েছে। বায়ুদূষণে আক্রান্ত কোন কোন এলাকার পরিস্থিতির সামান্য উন্নতি সত্ত্বেও দেশটির অধিকাংশ শহর ২০১৫ সালে বায়ুর বিশুদ্ধতা বজায় রাখতে ব্যর্থ হয়। গ্রীনপিস বুধবার একথা জানায়। খবর ডেইলি মেইল।
×